বাংলাদেশে ১৯৮০ এর দশকের শেষ সময় থেকে বর্তমান সময় পর্যন্ত একটানা ক্রমশ আলোচিত, সমালোচিত, প্রশংসিত যদি কারো নাম বলতে বলা হয় তিনি নি:সন্দেহে তসলিমা নাসরিন। বাংলাদেশে, বিশেষত মধ্য এবং উচ্চবিত্তদের মাঝে তসলিমা-নিরপেক্ষ কোনও ব্যক্তি আছেন কিনা সন্দেহ; ভিবিন্ন সময় ইসলাম পরিপন্থী মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি, তাই এখন পর্যন্ত বেশিরভাগের কাছেই তিনি নন্দিত নন, বরং নিন্দিত।
এবার ভারতের কিংবদন্তি সংগীত পরিচালক এআর রহমানের মেয়ে খাদিজা হিজাব পরায় তার সমালোচনা করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
খাদিজার হিজাব পরা একটি ছবি টুইটারে পোস্ট করে মঙ্গলবার তার সমালোচনা করেন এই বাংলাদেশি লেখিকা।
তিনি বলেন, এআর রহমানের গান আমি খুবই পছন্দ করি। কিন্তু যখন আমি দেখি তার প্রিয় কন্যাকে, তখন আমার দম বন্ধ হয়ে আসে।
হতাশা প্রকাশ করে তসলিমা বলেন, একটি সাংস্কৃতিক পরিবারের শিক্ষিত নারীদের কতটা সহজে মগজধোলাই করা যায়, তা সত্যিই বেদনাদায়ক।