শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০, ০২:০৭:১২

লেবাননে ঘুমন্ত অবস্থায় চাচা-ভাতিজার ম'র্মান্তিক মৃত্যু

লেবাননে ঘুমন্ত অবস্থায় চাচা-ভাতিজার ম'র্মান্তিক মৃত্যু

প্রবাস ডেস্ক: লেবাননে একসঙ্গে ম'র্মা'ন্তিকভাবে মা'রা গেছেন বাংলাদেশি প্রবাসী চাচা-ভাতিজা। প্রচ'ণ্ড শীত থেকে বাঁ'চতে ব'দ্ধ রুমে লাকড়ি জ্বা'লিয়ে আ'গুনের তাপে অক্সিজেনের ঘা'টতির কারণে ঘুমের মধ্যে তাদের মৃ'ত্যু হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

নিহ'তরা হলেন- হবিগঞ্জ সদরের তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিপন মিয়া (৩২) ও আফসার উদ্দিননের ছেলে মোজাম্মেল হোসেন (২০)।বুধবার (১২ ফেব্রুয়ারি) লেবাননের দক্ষিণাঞ্চলের পৃথিবীর প্রাচীনতম এলাকা সমৃদ্ধ শুর জেলায় নিজেদের বাসার রুমে এই ম'র্মা'ন্তিক ঘট'না ঘটে।

প্রতিবেশীরা জানান, প্রায় চার বছর আগে বৈধ ভিসায় লেবাননে আসেন রিপন মিয়া এবং এখানে একটি কোম্পানিতে কাজ পান। পরের বছর তার ভাতিজা মোজাম্মেলও লেবানন আসেন। চাচা-ভাতিজা দু’জনেই শুর এলাকায় লায়লা ইব্রাহিম কোম্পানিতে একসঙ্গে কাজ করতেন এবং একসঙ্গেই একটি রুমে থাকতেন।তিনি জানান, লেবাননে গত ২ সপ্তাহ ধ'রে প্রচ'ণ্ড শীত পড়েছে। সঙ্গে চ'লছে তুষারপাত। শুর জেলায় এই সময়ে প্রচ'ণ্ড ঠান্ডা পড়ে। তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াস থাকে।

মঙ্গলবার রাতে চাচা-ভাতিজা রাতের খাবার খেয়ে প্রচ'ণ্ড শীতের কারনে রুমের সব দরজা-জানালা ব'ন্ধ করে ভেতরে লাকড়ি দিয়ে আ'গুন জ্বা'লিয়ে ঘুমিয়ে পড়েন।পরদিন অনেক বেলা পর্যন্ত তাদের কক্ষের দরজা ব'ন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভে'ঙে ভেতরে ঢু'কে তাদের ম'রদে'হ উ'দ্ধা'র করে স্থানীয় হারিছ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃ'ত বলে ঘো'ষণা করেন।

চিকিৎসক জানিয়েছে, সারারাত রুমে আ'গুন জ্বা'লানোর কারণে অক্সি'জেনের ঘা'টতির কারণে তাদের মৃ'ত্যু হয়। তাদের ম'রদে'হ হাসপাতালের ম'র্গে আছে।

জানা গেছে, লেবাননে এর আগেও শীত মৌসুমে এ ধরনের ঘ'টনার শি'কার হয়ে কয়েকজন প্রবাসী বাংলাদেশির ম'র্মা'ন্তিক মৃ'ত্যু হয়। শীত এলেই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ ব্যাপারে প্রবাসীদের সত'র্ক করে দেয়া হয়। তারপর অস'চেনতার কারণে এমন দুর্ঘ'টনা হচ্ছে বলে দূতাবাস জানিয়েছে।

বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ ধরনের ঘট'নায় আমরা ম'র্মাহ'ত। প্রবাসীরা একটু সচে'তন হলেই এ ধরনের মৃত্যু' এ'ড়া'নো সম্ভব।প্রয়োজনীয় পদক্ষে'প শেষে দুই বাংলাদেশির ম'রদে'হ দেশে পরিবারের কাছে দ্রু'ত পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে