প্রবাস ডেস্ক : বিশ্বময় সুষ্ঠু, নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থার কথা বলা হলেও নানাভাবে চলছে শোষণ-নির্যাতন। শুধু মালয়েশিয়ায় ৬ লাখেরও বেশি অভিবাসী প্র'তা'রণা ও হ'য়রা'নির শি'কার হয়েছেন। দেশটির প্রবাসীদের কাছ থেকে হা'তিয়ে নেয়া হয়েছে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা।
হাতিয়ে নেয়া মোটা অংকের টাকা উ'দ্ধারে আন্দো'লন শুরু করেছে মালয়েশিয়ার মান'বপা'চারবিরো'ধী কাউন্সিল। ১৪ ফেব্রুয়ারি দেশটির কিনিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার তৎকালীন সরকার রি-হিয়ারিং প্রোগ্রামের নামে অ'বৈ'ধ অভিবাসী শ্রমিকদের কাছ থেকে ২ বিলিয়ন রিঙ্গিত, বাংলাদেশি টাকায় ৪ হাজার কোটি টাকা তিনটি ভেন্ডর কোম্পানি হাতিয়ে নিলেও অ'বৈ'ধ কর্মীদের বৈধতা দিতে পারেনি তারা।
উ'ল্টো কর্মীদের হ'য়রা'নির অ'ভিযো'গ উঠেছে। এমন পরি'স্থিতিতে নিয়োগপ্রাপ্ত তিনটি (ভেন্ডর) সংস্থার বি'রু'দ্ধে একটি পুলিশ প্রতিবেদন দায়ের করেছে মালয়েশিয়ার সেলাঙ্গুরের মান'বপা'চারবিরো'ধী কাউন্সিল। যা অনি'ব'ন্ধিত অভিবাসী শ্রমিকদের জন্য পুনর্বাসন কর্মসূচি করতে ব্য'র্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মালয়েশিয়ার সেলাঙ্গুরের মানবপা'চারবিরো'ধী কাউন্সিল অবৈ'ধ কর্মীদের টাকা পুন'রু'দ্ধারে ওই তিনটি ভেন্ডরের বি'রু'দ্ধে পুলিশের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে। সেলাঙ্গর মান'বপা'চারবিরো'ধী কাউন্সিলের সদস্য আবদুল আজিজ ইসমাইল, পুলিশি ত'দ'ন্ত পূর্বক অবৈ'ধ বিদেশি কর্মীদের কাছ থেকে সংগৃ'হীত অর্থ উ'দ্ধারের আহ্বান জানান তিনি।