সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:৪৩:০৫

বোরখা পরে আমি সুখী ও গর্বিত : তসলিমাকে পালটা দিলেন এ আর রহমান-কন্যা খাতিজা

বোরখা পরে আমি সুখী ও গর্বিত : তসলিমাকে পালটা দিলেন এ আর রহমান-কন্যা খাতিজা

প্রবাস ডেস্ক : কিছুদিন আগেই বোরখা পরা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এ আর রহমানের মেয়ে খাতিজাকে কটাক্ষ করেছিলেন তসলিমা নাসরিন। এবার লেখিকাকে পালটা দিলেন খাতিজা। তসলিমার বক্তব্য নিয়ে নেটদুনিয়ায় সরব হয়েছেন তিনি। লিখেছেন, 'আমার পোশাকের জন্য যদি দমবন্ধ হয়ে আসে তাহলে প্লিজ তাজা বাতাস নিয়ে আসুন।'

যদিও এখানেই থামেননি খাতিজা। একটি দীর্ঘ খোলা চিঠি লিখেছেন তিনি। সেখানে রহমানকন্যা লিখেছেন, 'এক বছর মাত্র হয়েছে। আর তারই মধ্যে আবার এই ইস্যু নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। দেশে এতকিছু ঘটে চলেছে আর একটা মেয়ে কী পোশাক পরতে চায়, সবাই তা নিয়ে ব্যস্ত। যতবারই এই ইস্যুটা ওঠে, আমাকে নিশানা করা হয়। গত একবছরে আমি নিজের মধ্যে অন্য এক সত্ত্বা খুঁজে পেয়েছি। জীবনে যা বেছে নিয়েছি, তার জন্য দুর্বল হইনি বা পস্তাইনি। আমি যা করছি তা নিয়ে আমি সুখী ও গর্বিত। সেইসব মানুষকে ধন্যবাদ যাঁরা আমাকে আমার মতো করে মেনে নিয়েছেন।'

এরপরই সরাসরি তসলিমা নাসরিনকে সম্বোধন করেন রহমানকন্যা। বলেন, 'প্রিয় তসলিমা নাসরিন, যদি আপনি আমার পোশাকের জন্য দমবন্ধ অনুভব করেন তবে আমি দুঃখিত। প্লিজ খানিকটা তাজা বাতাস নিয়ে আসুন। কারণ, আমার তো দমবন্ধ লাগছে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি, তার জন্য আমি গর্বিত। আমার প্রস্তাব, প্লিজ আপনি গুগল করে নারীবাদের আসল মানে দেখে নিন। কারণ, কোনও মহিলার উপর ফেটে পড়া বা এমন ইস্যুতে কোনও মেয়ের বাবাকে টেনে আনার মতো ঘটনাকে নারীবাদ বলে না। আর আমি আপনাকে আমার কোনও ছবি পাঠিয়েছি বলেও তো মনে পড়ে না।'

প্রসঙ্গত, কয়েকদিন আগে একটি টুইট করেন তসলিমা। সেখানে বোরখা পরার জন্য একহাত নেন এ আর রহমানের মেয়ে খাতিজাকে। লেখিকা টুইটে স্পষ্ট অক্ষরে লেখেন, 'একটি শিক্ষিত পরিবারের মেয়ের চিন্তাধারাও কীভাবে মগজধোলাই করে বদলে ফেলা হয়, তা ভাবলেও অবাক লাগে!' এর পরিপ্রেক্ষিতেই এমন ঝাঁজালো টুইট করেন রহমানকন্যা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে