বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৫৭:২৮

চেক রিপাবলিকের জাতীয় দলে ডাক পেলেন মেহেরপুরের সোহাস

চেক রিপাবলিকের জাতীয় দলে ডাক পেলেন মেহেরপুরের সোহাস

প্রবাস ডেস্ক : চেক রিপাবলিকের জাতীয় দলে মনোনীত বাংলাদেশের মেহেরপুরের আবুল হুসাইন মো. শাহ্ ফরহাদ সোহাস। গত ১০ ফেব্রুয়ারি চেক রিপাবলিক জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজার ভোসতে হাসা এ বিষয়টি মেইল প্রেরণের মাধ্যমে নি'শ্চি'ত করেন।

সোহাস মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আবুল কাশেম মাস্টারের ছোট ছেলে। ২০১৬ সালের শেষের দিকে স্ক'লা'রশিপ পেয়ে চেক রিপাবলিকে উচ্চ শিক্ষার জন্য পাড়ি দেন। এখন তিনি ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ স্কোটল্যান্ড বিশ্ববিদ্যালয়ে (ডিসটেন্স লার্নিং প্রোগ্রাম) লন্ডন শাখায় এমবিএ অধ্যায়নরত। পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত আছেন।

উল্লেখ্য, তিনি উচ্চ শিক্ষার জন্য ২০০৯ সালের নভেম্বরে লন্ডন পাড়ি দেন সেখান থেকেই তিনি আন্ডার গ্র্যাজুয়েশন শেষ করেন। লন্ডনে থাকা অবস্থায় ইউনিভার্সিটি ক্রিকেট লীগের সঙ্গে নিজে সম্পৃক্ত হোন। এরপর থেকেই লন্ডনে ক্লাব ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে ২০১৯ সালে চেক রিপাবলিকে নিজে ক্লাব ক্রিকেটের সঙ্গে আবার যুক্ত হোন। সেখানে তার ব্যাটিং ও বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগের পারফরম্যান্স টিম সিলেক্টরদের ন'জ'র কা'ড়ে। এরপর ফেব্রুয়ারি ১০ তারিখে অফিসিয়ালি চেক রিপাবলিক জাতীয় ক্রিকেট বোর্ড তাকে জাতীয় ক্রিকেট দলে ২০২০ সালের জন্য চু'ক্তিব'দ্ধ করে।

চেক রিপাবলিকের ক্রিকেট দলের আসন্ন ম্যাচগুলোর মধ্যে রয়েছে আগামী ৮ জুন ২০২০ মেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইউরোপিয়ান কোয়ালিফায়ার আয়োজনে বেলজিয়াম এবং মে ২০২০ মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ, যা অনুষ্ঠিত হবে ডেনমার্কে।

সোহাসের বড় ভাই হাসনাত শাহীনের ফেসবুক স্ট্যাটাস : ''প্রতিভা নিয়ে 'আমি পারি আমি পারি' বলে ধরণা (তৈল ম'র্দ'ন বা তেল দেওয়া) না দিলেও যে দেশে প্রতিভা খুঁ'জে নেয়, সে দেশের প্রতি বিনম্র শ্রদ্ধা! আমার বিশ্বাস, চেক রিপাবলিকের ক্রিকেট বোর্ডের আ'স্থার প্রতি'দানে তুমি ষোল'আনা ঢেলে দিবে! 

আর, অতিস'ত্ত্বর নিয়মিত অনুশীলনের মাধ্যমে বর্তমানের বোলিংয়ের সর্বো'চ্চ গতি (বহুদিন পরে খেলার কারণে) ঘণ্টায় ১৪৬ কি.মি ওঠে যাবে! এবং তার সঙ্গে মিলিয়ে নিবে ছোটবেলার সেই ভ'য়া'নক লে'গকা'টার কিংবা অ'ফকা'টারের কৌ'শল! আশা করি, ওপেনিংয়ে বোলিংয়ের পাশাপাশি একদিন চেক রিপাবলিকের হয়ে ওপেনিংয়ে ব্যাটিংও করবে! সঙ্গে থাকবে সেই সুপার ফিল্ডিং!''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে