শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ০১:০৫:২৮

চীন থেকে ফেরার আকুতি জানিয়ে বাংলাদেশিদের বার্তা

চীন থেকে ফেরার আকুতি জানিয়ে বাংলাদেশিদের বার্তা

প্রবাস ডেস্ক : করোনার কারণে পুরোপুরি স্থ'বির চীনের জনজীবন। দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শেষ হলেও ব'ন্ধ ক্লাস-পরীক্ষা। এতে সং'ক্র'মণের ভ'য়ের পাশাপাশি শিক্ষা জীবন নিয়ে বি'পাকে পড়েছেন তারা। অনেকে আ'কু'তি জানিয়েছেন দেশে ফেরার।

এ চিত্র চীনের জেজিয়াং প্রদেশের হুঝু শহরের। চীনের অন্যান্য বড় শহরের মতো, এক সময়ের ব্যস্ত এ শহরও এখন ফাঁ'কা। কভিড-নাইনটিনের আ'ত'ঙ্ক চীনা নাগরিকদের মধ্যে যেমন বিরাজ করছে, তেমনি শ'ঙ্কি'ত বাংলাদেশিরাও। নববর্ষের ছুটি শেষ হলেও করোনা ভাই'রাসের কারণে দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেন না। 

এপ্রিলের আগে বিশ্ববিদ্যালয়গুলো খুলবে না বলে নোটিসও দেয়া হয়েছে। চীনে থাকা বাংলাদেশি শিক্ষার্থী মুস্তাক আহমেদ নিশাত বলেন, এখানে অনেক ছাত্রই তাদের নিজ নিজ দেশে চলে গেছে। এজন্য বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ দিয়েছে, যে আমাদের ক্লাসগুলো এখন অনলাইনে হবে।

চীনে থাকা বাংলাদেশি শিক্ষার্থী ফারহান জয় বলেন, দায়িত্ববোধ থেকে বলছি, আপনারা সামাজিক মাধ্যমে কোন ধরনের গু'জ'ব ছড়াবেন না। এ অবস্থায় অনেকেই দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীরা এও জানান, ফেরার ব্যবস্থা হলে, নিজ অর্থায়নেই দেশে আসতে চান তারা।

চীনে থাকা বাংলাদেশি শিক্ষার্থী শবনম জেবি বলেন, তিন সপ্তাহ ধরে আমাদের আ'টকে রাখা হয়েছে, যার কারণে আমরা সবাই সেফ আছি। তবে এখন পর্যন্ত কোন বাংলাদেশি শিক্ষার্থী আ'ক্রা'ন্ত হওয়ার খবর আমরা পাইনি। এবং আমাদের বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কেউ আ'ক্রা'ন্ত হয়নি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে