রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০, ০১:২৩:১০

মেয়েদেরও তো উ'ত্তেজনা হয়: তসলিমা নাসরিন

মেয়েদেরও তো উ'ত্তেজনা হয়: তসলিমা নাসরিন

প্রবাস ডেস্ক: তুমি যদি বোরখা না পড় তা হলে তোমার মাথার সমস্ত চুল সাপ হয়ে দোজখের মতো তোমায় কা'মড়াবে। এই ভ'য়ে মেয়েরা বোরখা পরে। এই মেয়েটি বলছে আমার ইচ্ছে। এটা না পরলে শা'স্তি হবে এই ভ'য় দেখিয়ে আসছে সমাজ। ভ'য়ের কথা না থাকলে কেউ এটা পরত না। এটা ইচ্ছে করে কেউ পরে না। মানুষের চয়েজ হবে শরীরকে এরকম ঢে'কে রাখতে? শরীর ঢে'কে রাখবে কেন? না ঢাকলে পুরুষের উ'ত্তে'জনা হবে শরীর দেখে। আরে, মেয়েদেরও তো যৌ'ন উ'ত্তে'জনা হয় বলে ম'ন্তব্য করেছেন বি'তর্কি'ত লেখিকা তসলিমা নাসরিন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে এ ধরনের মন্ত'ব্য করেছেন তসলিমা।

সা'ক্ষাৎকারে তসলিমা আরো বলেন, ‘ভাষার জন্য জীবনের সব জলাঞ্জ'লি দিয়েছি আমি। ভাষার কাছে থাকব বলেই ইউরোপ আমেরিকা ছে'ড়ে পশ্চিমবঙ্গে গিয়েছিলাম। সেখান থেকেও আমাকে বে'র করে দেয়া হল। আপাত'ত তাই দিল্লিতে ঠাঁ'ই পেয়েছি। জানি, আবার পায়ের তলার মাটি স'রে যেতে পারে যে কোনো সময়। দেখুন, দিল্লিতে থাকতে চাই বলে তো থাকি না! আচ্ছা, আপনি প্রশ্ন করার আগে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি? এক জন লেখক, যিনি বাংলা ভাষা আঁ'কড়ে বেঁ'চে আছেন, অথচ তাঁর কোনও জায়গা নেই? না পুবে না পশ্চিমে! এতেও সবাই চুপ। যেন এটাই স্বা'ভাবিক। আপনাদের কী মনে হয়?’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে