প্রবাস ডেস্ক : সিঙ্গাপুরে করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে চি'কিৎসা'ধীন থাকা দুই বাংলাদেশি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বাকি যারা আ'ক্রা'ন্ত হয়ে চিকিৎসাধীন, তাদের অবস্থাও স্থি'তি'শীল। যে কোনো সময় তারাও হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।
করোনা ভাই'রাস পরি'স্থি'তি নিয়ে শনিবারের (২৯) নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়'ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এতে বক্তব্য রাখেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ''আমাদের জন্য আনন্দের বিষয় হলো- সিঙ্গাপুরে করোনা ভাই'রাসে আক্রান্ত আরও একজন বাংলাদেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আগের দিন আরও একজন বাসায় ফিরেছিলেন। যার অবস্থা জ'টিল ছিল, তিনি অপ'রিব'র্তিত অবস্থায় রয়েছেন। বাকিরা স্থি'তি'শীল অবস্থায় আছেন। তারাও যে কোনো সময় ছাড়া পাবেন হাসপাতাল থেকে।''