বুধবার, ১১ মার্চ, ২০২০, ১০:৩২:৪৬

ভিসার মেয়াদ শেষ ইস্যুতে বাংলাদেশীদের সুখবর দিল কাতার

ভিসার মেয়াদ শেষ ইস্যুতে বাংলাদেশীদের সুখবর দিল কাতার

প্রবাস ডেস্ক: করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে ছুটিতে থাকা কাতার প্রবাসীদের সাম'য়িক'ভাবে মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রবেশে নি'ষে'ধা'জ্ঞা দেয়া হয়েছে। তবে নি'ষে'ধা'জ্ঞার এ সময়ে যদি কোনো প্রবাসীর ভিসার বা আইডির মেয়াদ শেষ হয়ে যায় এতে নি'ষে'ধা'জ্ঞা উ'ঠিয়ে নেয়ার পর দেশটিতে গমনে কোনো অসু'বি'ধা হবে না বলে জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। 

দূতাবাসের এক বি'ফ্রিং'য়ে এ বিষয়টি আ'শ্ব'স্ত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাছাড়া, যেসব কর্মী বাংলাদেশে ছুটিতে গিয়ে আ'ট'কা পড়েছেন, তাদের চাকরির নি'শ্চ'য়তা প্রদানের পাশাপাশি নিজ নিজ নিয়ো'গকারী কোম্পানি বা কফিলের সঙ্গে যোগাযোগ করার জন্য আ'হ্বা'ন জানান আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে উক্ত ব্রি'ফিং'য়ে গু'রু'ত্বারো'প করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

কাতারে বাংলাদেশি কোনো নাগরিক করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হলে সাথে সাথে দূতাবাসের এই নম্বরে (৩৩৬৬ ২০০০) তাৎ'ক্ষ'ণিকভাবে যোগাযোগ করার আ'হ্বা'ন জানানো হয়েছে। প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ মাহবুব রহমান স্বা'ক্ষরি'ত এক জ'রু'রি বিজ্ঞ'প্তি'তে এ সব ত'থ্য তুলে ধ'রা হয়। অন্যদিকে, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ ও ফটিকছড়ি সমিতি কাতার স্বাস্থ্য সুর'ক্ষার বিভিন্ন সচে'তন'তামূলক লি'ফলে'ট ও মা'স্ক বিত'রণ করার কথা রয়েছে।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশে প্রথম দেখা দেয় প্রা'ণঘা'তী করোনাভাইরাস। এরপর বিশ্বের শতাধিক দেশে ছ'ড়িয়ে পড়ে এটি। এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৫৬৪ জন আ'ক্রা'ন্ত হয়েছে এ ভাইরাসে। আর মা'রা গেছে ৪ হাজার ৩০২ জন। কাতারে এখন আ'ক্রা'ন্তের সংখ্যা ২৪। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে