মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ০৯:০১:১৪

করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে যুক্তরাজ্যে আওয়ামী লীগ নেতার মৃ'ত্যু

করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে যুক্তরাজ্যে আওয়ামী লীগ নেতার মৃ'ত্যু

ফিরোজ আহম্মেদ বিপুল: করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান (৭৫) মা'রা গেছেন। সোমবার দেশটির একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মা'রা যান।

জানা গেছে, তিনি মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। গত বছর তার (নাতনী) ব্রিটেন প্রবাসী পুত্রের মেয়ের বিয়েতে এসেছিলেন। এরপর তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমুদ্র ভ্রমণে (বর্নমাউথ সমুদ্র সৈকতে) যান। সেখান থেকে ফেরার পরপরই তিনি ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন।

লন্ডনে তার এক ছেলে বসবাস করছেন। আরেক ছেলে বাংলাদেশে। এ আওয়ামী লীগ নেতা মাহমুদ ট্রাভেলসের স্বত্বাধিকারী ছিলেন। যুক্তরাজ্যে করোনায় আ'ক্রা'ন্ত হয়ে এ পর্যন্ত তিনজন বাংলাদেশির মু'ত্যু হলো।

দেশটিতে এ পর্যন্ত এ ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন ১৫৪৩ জন। মা'রা গেছেন ৫৫ জন। এর মধ্যে তিনজনই বাংলাদেশি। করোনায় আ'ক্রা'ন্ত হয়ে মৃ'ত্যুবরণকারী প্রথম ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী। যিনি ৫ বছর আগে ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে।

দ্বিতীয় বৃটিশ বাংলাদেশি মৃ'ত্যুবরণ করেছেন লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে। করোনার সঙ্গে হাসপাতালে ৮ দিন যু'দ্ধ করার পর শুক্রবার ভোরে পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে মৃ'ত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী ওই বাংলাদেশি।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ৮৫ জন এই প্রা'ণঘা'তী ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছে। ৬ হাজার ৬৮৪ জনের প্রাণ কে'ড়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৮৬৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এখন পর্যন্ত ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনার প্র'কোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আ'ক্রা'ন্তের সংখ্যা ৯০ হাজার এবং সেখানে মা'রা গেছে ৩ হাজার ২৫০ জন।-জাগো নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে