রবিবার, ২২ মার্চ, ২০২০, ০২:১৫:৩৮

করোনায় আক্রা'ন্ত হলে কী করবেন, জানালেন তসলিমা নাসরিন

করোনায় আক্রা'ন্ত হলে কী করবেন, জানালেন তসলিমা নাসরিন

প্রবাস ডেস্ক: ভারতের বিভিন্ন অ'ঙ্গরাজ্যে সব মিলিয়ে এখন পর্যন্ত ৩২৯ জন করোনা রো'গী শনা'ক্ত হয়েছে। করোনার থা'বা এসে পড়েছে কলকাতাতেও। যে কারণে বৈশ্বিক এই ম'হামা'রী নিয়ে শ'ঙ্কি'ত ভারতে নি'র্বাসি'ত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি জানিয়েছেন, তার শরীরে করোনাভাইরাস সং'ক্র'মিত হলে কি করবেন তিনি।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন এই লেখিকা। তার সেই স্ট্যাটাসটি তুলে ধ'রা হলো- ‘আমাকে করোনাভাইরাস ধ'রলে আমি নি'র্ঘা'ত ম'রব। কারণ আমার বয়স বেশি এবং রো'গ প্রতিরো'ধ ক্ষ'মতা কম। যখন আমার উ'পস'র্গ শুরু হবে, কেউ আমাকে দেখতে আসবে না। সম্পূর্ণ একা তখন আমি। কী করব তখন? প্রিয় রবীন্দ্রসংগীতগুলো শুনতে থাকব। একসময় ম'রে যাব। আমার মৃ'তদে'হ দূ'রে কোথাও নিয়ে পু'ড়ি'য়ে দেয়া হবে। আমি যে দিল্লির এইমস আর নিউইয়র্কের ল্যাংগনে মৃ'তদে'হ দান করেছি, কোনও লাভ হবে না, ভাইরাসে মৃ'ত্যু হলে ওরা দেহ নেয় না। পৃথিবীটা হঠাৎ করে কীরকম ভ'য়াব'হ হয়ে উঠেছে। এই পৃথিবীকে আমি চিনি না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে