প্রবাস ডেস্ক: বর্তমান বিশ্বে সবচেয়ে আলো'চিত বিষয় হচ্ছে করোনাভাইরাস। দিনদিন এই ভাইরাসে মৃ'তের সংখ্যা বে'ড়েই চলছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ'ত্যু হয়েছে ১৭ হাজার মানুষের। এরইমধ্যে আক্রা'ন্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ জন ছা'ড়িয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সু'স্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৬৯ জন। ইতোমধ্যে এই ভাইরাসে বাংলাদেশে তিনজনের মৃ'ত্যু হয়েছে। আক্রা'ন্ত হয়েছে ৪৪জন।
করোনাভাইরাসের এই সঙ্ক'ট মুহূর্তে যারা অসহা'য়, দিনে আনে দিনে খায়, এরকম খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়ানোর আহ্বা'ন জানিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান।আজহারী লিখেছেন, ‘আসুন, এই দুর্যো'গে আমাদের চারপাশে যারা অস'হায়, দিনে আনে দিনে খায়, এরকম খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই।’