সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১২:৫০:৪২

করােনাভাইরাস; সাড়া দুনিয়ার আলোচনায় এখন বাংলাদেশি ছাত্র নাভিদ মামুন

করােনাভাইরাস; সাড়া দুনিয়ার আলোচনায় এখন বাংলাদেশি ছাত্র নাভিদ মামুন

করােনাভাইরাস; সাড়া দুনিয়ার আলোচনায় এখন বাংলাদেশি ছাত্র নাভিদ মামুন। আমেরিকায় করোনা ওয়ার্ল্ড অ্যাপ তৈরি করে আলোচনায় এসেছে বাংলাদেশি ছাত্র নাভিদ মামুন। এই অ্যাপ দিয়ে প্রতি দুই মিনিট পর পুরো পৃথিবীর করোনা পরিস্থিতির আপডেট তথ্য পাওয়া যায়। অ্যাপটি আমেরিকা, ব্রাজিলসহ পৃথিবীর বিভিন্ন দেশের ইলেকট্রনিক মিডিয়ায় ব্যবহার হচ্ছে। 

অ্যাপটি জনপ্রিয়তা পেয়েছে ফেসবুক-টুইটারে। অ্যাপে ঢুকলে দেখা যায়, পৃথিবীর মানচিত্র তার কক্ষপথে ঘুরছে। যেখানে যে দেশের অবস্থান সেখানে কম্পিউটারে মাউসের কার্সার বা টাচ ফোনে আঙ্গুল স্পর্শ করলেই করোনা আপডেট পাওয়া যায়। অ্যাপটিতে ডাটা আপডেটে ওয়ার্ল্ডওমিটারের সহযোগিতা নেওয়া হয়েছে। 

বঙ্গবন্ধুর সহচর কুমিল্লার প্রয়াত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আহমেদ আলীর  নাতি নাভিদের বাবা ওবায়দুল্লাহ মামুন লেখক ও আলোকচিত্রী। তাদের পরিবার নিউইয়র্কে বাস করেন। নাভিদ পড়াশোনা করছেন সেখানকার কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে। 

অ্যাপ তৈরিতে তাকে সহযোগিতা করেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্পেন বংশো™ভূত গ্যাব্রিয়েল রাসকিন। নাভিদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। তার দাদা প্রয়াত ভাষা সৈনিক আবদুস সামাদ। তার মা নাজনীন মামুন ফোনে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রজেক্টের অংশ হিসেবে নাভিদ এ কাজটি করেছে। অ্যাপটি খুব সাড়া জাগিয়েছে। এই সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশের গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচার ও প্রকাশ হচ্ছে। মানুষকে করোনা নিয়ে আপডেট ও সচেতন করার জন্য সে এই কাজ করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে