নিউজ ডেস্ক : বাংলাদেশের করোনাময় সং'কটকালে অধিকাংশ করোনা চিকিৎসা সামগ্রীসহ ৭ টন সহায়তা সামগ্রী পাঠিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ালেন সংযুক্ত আরব আমিরাত।
করোনাভাইরাস মো'কাবেলায় বাংলাদেশকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইত্তেহাদের একটি ফ্লাইট যোগে এই ৭ টন মেডিক্যাল এইড আবুধাবী এয়ারপোর্ট হতে উপহার হিসেবে পাঠিয়েছে দেশটি। এসব মেডিক্যাল এইড ও ইক্যুইপমেন্ট দিয়ে দেশে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত প্রায় ৭ হাজার চিকিৎসকের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে।
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল মুহাইরি বলেছেন বন্ধুত্বের নিদর্শন হিসেবে আমিরাত বাংলাদেশকে এই সহায়তা প্রেরণ করেছে।
এদিকে আমিরাতে এ সংবাদ প্রচার হবার সঙ্গে সঙ্গেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে এ সংবাদটি টক অব দি কান্ট্রিতে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ দেশীয় প্রবাসী আমিরাতের প্রশংসা করেন এবং দেশটিকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সংযুক্ত আরব আরব আমিরাত ৩৩টি দেশকে ৩৪১ মেট্রিক টন মেডিক্যাল এইড দিচ্ছে যা দিয়ে ৩৪১ হাজার মেডিক্যাল প্রপেশনাল করোনাভাইরাসে আক্রা'ন্তদের চিকিৎসা দিতে পারবেন।