প্রবাস ডেস্ক: ম'হামা'রি করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে সৌদি আরবে শতাধিক বাংলাদেশির মৃ'ত্যু হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূ'তাবাসের বরা'ত দিয়ে এই ত'থ্য জানিয়েছে বিবিসি।করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে দেশটিতে ১০৯ জন বাংলাদেশি মা'রা গেছেন। আরও ৩,৭০০ বাংলাদেশি আ'ক্রা'ন্ত হওয়ার খবর দূ'তাবাসকে নি'শ্চি'ত করেছে সৌদি ক'র্তৃপক্ষ।
দূ'তাবাসের একজন কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন যে সর্বশেষ প্রায় এক মাস আগে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তারা মা'রা যাওয়া ও আ'ক্রা'ন্ত বাংলাদেশিদের ত'থ্য পেয়েছেন।
কর্মকর্তারা বলছেন, সৌদি আরবে থাকা বাংলাদেশি শ্রমিকরা মূলত ক্যা'ম্পে থাকে। সে কারণে তাদের মধ্যে আ'ক্রা'ন্তের হার বেশি বলে মনে করছেন তারা।করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি মা'রা যান গত ২৪ মার্চ।
নতুন আ'ক্রা'ন্তের সংখ্যা জানা গেলে আ'ক্রা'ন্ত ও মা'রা যাওয়া বাংলাদেশির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে মনে করছেন দূ'তাবাসের একজন কর্মকর্তা। সূত্র: বিবিসি