সোমবার, ০১ জুন, ২০২০, ০২:১২:১৩

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হ'ত‌্যা, পাচারকারী চক্রের হোতা র‍্যাবের হাতে আট'ক

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হ'ত‌্যা, পাচারকারী চক্রের হোতা র‍্যাবের হাতে আট'ক

নিউজ ডেস্ক : লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহ'তের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) আট'ক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‌্যাব-৩ এর অপারেশনস অফিসার আবু জাফর মো. রহমতউল্লাহ জানান, সোমবার (১ জুন) ভোরে রাজধানীর শাহাজাদপুর এলাকা থেকে কামাল হোসেনকে আট'ক করা হয়। নিহ'ত ২৬ জনের মধ্যে বেশ কয়েকজনকে কামাল হোসেন নিজে লিবিয়ায় পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।

তিনি আরও জানান, এই ২৬ জন বাংলাদেশিকে লিবিয়ায় পাঠানোর কাজে আরও কয়েকজন জড়িত ছিলেন। তাদের আ'টকের চেষ্টা চলছে। র‌্যাবের দাবি, আট'ক কামাল হোসেনের পাসপোর্ট জ'ব্দ করা হয়েছে এবং পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে