নিউজ ডেস্ক : করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আজ মঙ্গলবার পর্যন্ত মৃ'ত বাংলাদেশির সংখ্যা ২০০ ছা'ড়িয়েছে। রিয়াদ ও জেদ্দা মিশনের ত'থ্য অনু'যায়ী আজ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসের সং'ক্র'মণে ২০২ জন বাংলাদেশি মা'রা গেছেন। এ নিয়ে ১৮ দেশে ৮০৬ জন বাংলাদেশি মা'রা গেছেন এ ভাইরাসের সং'ক্র'মণে।
সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় বাংলাদেশ মিশনে খোঁ'জ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে ওই দেশটিতে অন্ত'ত ৭০ জন বাংলাদেশি মা'রা গেছেন। জ'রুরি টেলিফোন সেবা ৯৩৭–এ যোগাযোগ করে আগের মতো সেবা পাওয়া যাচ্ছে না। ফলে করোনাভাইরাসের উপস'র্গ রয়েছে এমন লোকজন ভাইরাসের সং'ক্র'মণ নিয়ে উ'দ্বি'গ্ন হয়ে পড়েছেন।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৬৪ জন বাংলাদেশি করোনাভাইরাসের সং'ক্র'মণে মা'রা গেছেন। তবে গত বৃহস্পতিবারের পর থেকে দেশটিতে নতুন করে কোনো বাংলাদেশির মৃ'ত্যুর খবর পাওয়া যায়নি। একই অব'স্থা যুক্তরাজ্যেও। গত বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মা'রা গেছেন ২২০ জন বাংলাদেশি। আজ সন্ধ্যা পর্যন্ত ১৮ দেশে ৮০৬ জন বাংলাদেশি করোনাভাইরাসের সং'ক্র'মণে মা'রা গেছেন। অন্যান্য দেশগুলোর মধ্যে সং'যুক্ত আরব আমিরাতে ৪৬ জন, কুয়েতে ২৫, ইতালি ও কানাডায় ৯ জন করে, সুইডেনে ৮, কাতারে ৬, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে এবং বাহরাইন, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মা'রা যাওয়ার খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনাভাইরাসের সং'ক্রমণে সবচেয়ে বেশি বাংলাদেশি মা'রা গেলেও এ দুই দেশে কতজন আ'ক্রা'ন্ত হয়েছেন, সেটি এখন পর্যন্ত জানা যায়নি। ওই দুই দেশে বাংলাদেশের মিশন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে স্প'ষ্ট কোনো ধা'রণা পাওয়া যায়নি। তবে আজ পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি আ'ক্রা'ন্ত হয়েছেন সিঙ্গাপুরে। দেশটিতে আ'ক্রা'ন্তের সংখ্যা ১৮ হাজার ছা'ড়িয়ে গেছে। এ ছাড়া সৌদি আরবে ১১ হাজার, কাতারে প্রায় ৪ হাজার, সংযুক্ত আরব আমিরাতে সাড়ে ৩ হাজার, কুয়েতে ১ হাজার, বাহরাইনে ৪০০, ইতালিতে ২০০ এবং স্পেনে ১৫০ জন বাংলাদেশি করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন বলে জানা গেছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাদ দিয়ে এই ৮ দেশে আজ পর্যন্ত করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত বাংলাদেশির সংখ্যা ৩৬ হাজারের বেশি।-প্রথম আলো