রবিবার, ০৭ জুন, ২০২০, ০৫:১৮:৩৮

সাংসদ পাপুল কুয়েতে গ্রেপ্তার হননি : দাবি তার স্ত্রীর

সাংসদ পাপুল কুয়েতে গ্রেপ্তার হননি : দাবি তার স্ত্রীর

লক্ষ্মীপুর থেকে : মানবপা'চার ও অর্থপা'চারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেপ্তার হয়েছেন বলে যে খবর প্রচারিত হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করেছেন তার স্ত্রী ও সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা ইসলাম।

সাংসদ সেলিনার দাবি, এমপি পাপুলের নামে কুয়েতে কোনো মামলা নেই। দেশটির সিইডি পাপুলকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের দপ্তরে ডেকে নিয়েছে। যদিও কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম গণমাধ্যমকে জানিয়েছেন সাংসদ পাপুলকে আ'টক করা হয়েছে।

এমপি সেলিনা ইসলাম রবিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ''লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেপ্তার সম্পর্কিত যে তথ্য গণমাধ্যমে এসেছে তা ঠিক নয়। তিনি সেখানে কোনো মামলার আসামি নন। কুয়েত সরকার নিয়ম অনুযায়ী তার ব্যবসায়িক বিষয়ে আলোচনার জন্য তাকে সেখানকার সরকারি দপ্তর বা সিআইডিতে ডেকে নিয়েছে। বিষয়টি নিয়ে দূতাবাসের পরিষ্কার কোনো তথ্য ছাড়া কাউকে বিভ্রা'ন্তি না ছড়ানোর অনুরোধ জানাচ্ছি।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে