প্রবাস ডেস্ক : করোনাভাইরাসে ইতালিতে লকডাউনের কারণে আ'টকে পড়া ২৮৭ জন দেশে ফিরেছেন। তাদের বহনকারী একটি বিশেষ ফ্লাইট শুক্রবার দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
ইউরোপে করোনাভাইরাস সবচেয়ে মারাত্ম'ক আ'কার ধা'রণ করা দেশটি থেকে ফেরা যাত্রীদের তাদের যাদের করোনামু'ক্তির সনদ আছে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে গতকাল ইতালি থেকে দেশে ফেরেন আরো ১৪২ জন। ইতালিফেরত তিনজনের মাধ্যমে গত ৮ মার্চ দেশে দেশে প্রাণঘা'তী করোনাভাইরাস শ'নাক্ত হয়। তাদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ।