মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ১২:৪০:৩৪

করোনা আক্রা'ন্ত হয়ে সৌদি আরবে ৩৫৩ বাংলাদেশির মৃ'ত্যু

করোনা আক্রা'ন্ত হয়ে সৌদি আরবে ৩৫৩ বাংলাদেশির মৃ'ত্যু

সৌদি আরব : করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়ে সৌদি আরবে ১৫ জুন পর্যন্ত ৩৫৩ বাংলাদেশির মৃ'ত্যু হয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম এ তথ্য নি'শ্চিত করেছেন। তিনি জানান, রিয়াদে দূতাবাসের আওতাধীন এলাকায় ১৫২ বাংলাদেশি কোভিড-১৯ রোগী মা'রা গেছেন।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রমকল্যাণ কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, কনস্যুলেটের আওতাধীন এলাকায় করোনায় ২০১ বাংলাদেশির মৃ'ত্যু হয়েছে। এ ছাড়া প্রতিদিনই নানা রো'গ ও স্বাভাবিকভাবে মা'রা যাচ্ছেন অনেক প্রবাসী। আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বন্ধ থাকায় হাসপাতালের হি'মাগারগুলো ম'রদেহে পরিপূর্ণ হওয়ায় ৭২ ঘণ্টার মধ্যে দা'ফন সম্পন্ন করছে কর্তৃপক্ষ।

করোনায় সৌদি আরবে মোট মৃ'ত্যু হয়েছে এক হাজার ১১ জনের। সু'স্থ হয়েছে ৮৭ হাজার ৮৯০ এবং আক্রা'ন্তের সংখ্যা এক লাখ ৩২ হাজার ৪৮ জন। এ দিকে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস পরিচালিত নারী গৃহকর্মী আশ্রয়কেন্দ্রের কেয়ারটেকার কাম ড্রাইভার শি'কদার মোহাম্মদ সাঈদ করোনার উপস'র্গ নিয়ে মৃ'ত্যুবরণ করেছেন।

গত ১৩ জুন ভোরে তার মৃ'ত্যু হয়। সেফহোমে প্রায় দেড় শতাধিক নারী গৃহকর্মী দেশে ফেরার অপেক্ষায় রযেছেন। কেয়া'রটেকারের করোনা উপস'র্গ নিয়ে মৃ'ত্যু হওয়ায় সেখানে থাকা নারীদের করোনা শনা'ক্তের উ'দ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে