মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ০৮:৩৭:৪০

পাপলুর কাছে থেকে ঘুষ গ্রহণের জড়িত থাকার অভি'যোগে কুয়েতি মেজর জেনারেল বরখাস্ত

পাপলুর কাছে থেকে  ঘুষ গ্রহণের জড়িত থাকার অভি'যোগে কুয়েতি মেজর জেনারেল বরখাস্ত

প্রবাস ডেস্ক : বাংলাদেশি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে আর্থিক লেনদেনে সহায়তা ও ঘুষ গ্রহণের জড়িত থাকার অভি'যোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসেন্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্ত করা হয়েছে। দেশটির উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ এ সং'ক্রান্ত একটি আদেশ জা'রি করেন।

মঙ্গলবার আরব টাইমস জানিয়েছে, এমপি পাপুল ঘটনায় তদ'ন্তের পর ওই মেজর জেনারেলের বিরু'দ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে জড়িত সন্দেহে গত ৬ জুন সংসদ সদস্য পাপুল দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন।

রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সর্বশেষ গত ২৪ জুন তাকে ২১ দিনের জন্য কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে