বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২০, ০৭:০৫:২৩

সৌদি আরবে করোনায় আক্রা'ন্ত হয়ে ৭ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

সৌদি আরবে করোনায় আক্রা'ন্ত হয়ে ৭ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

প্রবাস ডেস্ক : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া চীনের উৎপত্তি হওয়া মহামা'রি করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে রিয়াদের সিমুছি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রা'ণ হা'রালেন ডা. ফারহানা হক তানিয়া। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এখন পর্যন্ত ৭ বাংলাদেশি চিকিৎসকসহ প্রায় ৫০০ এর বেশি প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

জানা গেছে, প্রায় ২৩ দিন ভে'ন্টিলে'টর সাপো'র্টে থাকার পর ৩০ জুন মঙ্গলবার শে'ষ নিঃশ্বা'স ত্যা'গ করেন তানিয়া। তার মৃ'ত্যুর সংবাদে প্রবাসীদের মাঝে শো'কের ছায়া নেমে এসেছে। ডা. ফারহানা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ইউএসটিসির অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তানিয়া বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ হজ পালনে আসা মক্কা-মদিনা অবস্থানরত হাজিদের টেলিফোন অথবা ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা দিতেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশি রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে গেছেন তিনি। এজন্য প্রবাসীদের মাঝে যথেষ্ট সুনামও রয়েছে। তিন সন্তানের জননী ছিলেন এ চিকিৎসক। তানিয়ার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি সৌদি আরবের রিয়াদস্থ শিফা আল জাজিরা ক্লিনিকের জেনারেল ফিজিশিয়ান ছিলেন।

২০০৬ সালে সৌদি আরবে পাড়ি জমান তানিয়া। এছাড়াও আরও দুইজন ডাক্তার শফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন এর সহধর্মিণী মৃ'ত্যুবরণ করেন। করোনায় মা'রা যাওয়া ৬ ডাক্তার হলেন- রিয়াদে ডা. রনক মোহাম্মদ শফি উল্লাহ্, মদিনায় ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, রিয়াদে ডা. মো. আনোয়ার উল হাসান, জেদ্দায় ডা. আবদুর রহিম ও মদিনায় ডা. মোহাম্মদ আফাক হোসেইন।

গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৪০২ জন করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রা'ন্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৪ হাজার ২২৫ জন। এছাড়া একদিনে মা'রা গেছেন আরও ৪৯ জন। এ নিয়ে সৌদিতে মৃ'ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৯৮ জনে। নতুন করে সুস্থ হয়েছেন এক হাজার ৯৯৪ জন। মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩২ হাজার ৭৬০ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে