বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২০, ০২:২২:৪২

চ'রম বিব্র'তকর প'রিস্থিতি, বাংলাদেশিদের এড়িয়ে চলছে ইতালীয়রা

চ'রম বিব্র'তকর প'রিস্থিতি, বাংলাদেশিদের এড়িয়ে চলছে ইতালীয়রা

প্রবাস ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসের ভু'য়া সনদ বিক্রি হচ্ছে এমন খবর শিরোনাম হয়েছে ইতালির একাধিক জাতীয় দৈনিকে। বিষয়টি আলোচনায় আসায় প্রবাসী বাংলাদেশিরা চ'রম বিব্র'তকর প'রিস্থিতিতে পড়েছেন। করোনা প্রাদু'র্ভাবের শুরুতে চীনা নাগরিকদের এড়িয়ে চললেও এখন বাংলাদেশিদের এড়িয়ে চলছে ইতালীয়রা। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও নেই তাদের উপস্থিতি।

দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমে শিরোনাম হচ্ছে বাংলাদেশে ভু'য়া করোনা সার্টিফিকেট বিক্রির খবর। রোম থেকে প্রকাশিত শীর্ষ দৈনিক 'ইল মেসেঞ্জারো'সহ প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। দেশের ভাবমূর্তি ক্ষু'ণ্ণ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসীরা।

১ লা জুন থেকে ইতালিতে ফেরা সব বাংলাদেশির করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় ইতালির লাজ্জিও অঞ্চল। ইতালিজুড়ে প্রায় ৬শ বাংলাদেশি করোনা আক্রা'ন্ত হতে পারেন বলে ধারণা করছে এ অঞ্চলের স্বাস্থ্য কাউন্সিলর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে