শনিবার, ১৮ জুলাই, ২০২০, ১০:২০:৫৪

বাংলাদেশের সঙ্গে ইতালির সম্পর্কে কোনও চিড় ধ'রেনি, বরং তা সুদৃঢ় হয়েছে: বাংলাদেশের রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে ইতালির সম্পর্কে কোনও চিড় ধ'রেনি,  বরং তা সুদৃঢ় হয়েছে: বাংলাদেশের রাষ্ট্রদূত

করোনাভাইরাসের ভুয়া সনদ নিয়ে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে বাংলাদেশিদের সম্পর্কে ইতালি কর্তৃপক্ষের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছেন রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইতালির সম্পর্কে কোনও চিড় ধ'রেনি। বরং তা সুদৃঢ় হয়েছে। ডয়েচে ভেলের প্রশ্নের জবাবে আবদুস সোবহান সিকদার বলেন, ইতালির সঙ্গে বাংলাদেশের দীর্ঘ বিস্তৃত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে৷ সব ক্ষেত্রে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং যে ঘটনার কথা বলা হচ্ছে সেজন্য এই সম্পর্কের ক্ষেত্রে আদৌ কোনো চিড় ধ'রেনি।

রাষ্ট্রদূত বলেন, শুধু দুই দেশের সরকারের মধ্যে নয়, ইতালির নাগরিকদের সঙ্গেও বাঙালিদের সুসম্পর্ক রয়েছে৷ ইতালির কর্তৃপক্ষও বাংলাদেশিদের ভালো জানে৷ স্থানীয় থানার লোকজনও বাংলাদেশিদের সহযোগিতা করে৷

বাংলাদেশিরা ভু'য়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ইতালি প্রবেশ করেছেন এবং এ নিয়ে  স্থানীয় ইতালি নাগরিকদের সঙ্গে আস্থার সম্পর্কে চিড় ধ'রেছে বলে রোমের স্থনীয় সংবাদ মাধ্যমের খবর প্রকাশিত হয় সম্প্রতি; এ ব্যাপারে রাষ্ট্রদূত বলেন, বাস্তব ঘটনা হচ্ছে, ইতালিতে প্রবেশের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেটের কোনও বাধ্যবাধকতা ছিলই না রোমের বিমানবন্দরে করোনা সার্টিফিকেট চাওয়াই হয়নি৷  তবে প্রকৃত সত্য তুলে ধরে সেখানকার সংবামাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানানো হলেও তা ছাপানো হয়নি বলে জানান রাষ্ট্রদূত৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে