প্রবাস ডেস্ক: ইতালিতে রশিদ হাওলাদার (৪৪) নামে এক বাংলাদেশিকে নৃ'শং'সভাবে খু'ন করা হয়েছে বলা জানিয়েছে দেশটির আইন-শৃ'ঙ্খলা র'ক্ষাকারী বাহি'নী। শনিবার(১৮ জুলাই) রাতে বাণিজ্যিক নগরী মিলানে এ ঘ'টনা ঘ'টে।
জানা গেছে, মিলানের প্রাণকেন্দ্র স্তাদেরা এলাকায় ম'ন্তেগানি রোডে পৌর বাজারের স'ন্নিক'টে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ত'র্কাত'র্কির এক ফাঁকে ৬ বাংলাদেশি মিলে রশিদকে খু'ন করে। এর আগে মা'রাত্ম'ক আহ'ত অবস্থায় তাকে ফে'লে তারা পা'লিয়ে যান। পরে স্থানীয় সান পাওলো হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সে মা'রা যায়।
পুলিশ ঘ'টনাস্থ'ল থেকে হা'তুড়ি ও চেই'নসহ খু'নিদের ফে'লে যাওয়া বেশ কিছু আলা'মত উদ্ধা'র করেছে। এ ঘ'টনায় ২ খু'নিকে ইতোমধ্যে শনা'ক্ত করা হয়েছে। সিসিটিভির ফু'টে'জ সংগ্রহ করার পর খু'নিদের ধ'রার চেষ্টা চা'লাচ্ছে পুলিশ। অন্য আরেকটি সূ'ত্রে জানা যায়, নিহ'ত বাংলাদেশীর ইতালিতে বৈধ স্টে'ট পারমিট (পেরমেসসো দি সো'জ্জর্নো) ছিলো। হ'ত্যাকা'ন্ডের আগে থেকে স্তাদেরার ওই এলাকাটি পুলিশের খাতায় ‘ক্রা'ইম জো'ন’ হিসেবে চিহ্নি'ত ছিল। নিহ'ত ও খু'নিদের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জে বলে জানা গেছে।