প্রবাস ডেস্ক: ৬ দিন পর আটলান্টিক মহাসাগরে ভে'সে উঠল প্রবাসী বাংলাদেশি জাবেদ ইকবালের (২৪) লা'শ। পরিবারের সঙ্গে নিউজার্সিতেই থাকতেন তিনি। একটা সময় তার পুরো পরিবার নিউইয়র্কে থাকত। বাড়ি ক্রয় করার পর তারা চলে যান নিউজার্সি।
গত ১২ জুলাই জাবেদ ইকবাল তার ভগ্নিপতি ওসামা, বোন এবং ভাগনীসহ পরিবারের আরও কয়েকজন সদস্য বিকেলে সাগর পাড়ে বেড়াতে গিয়েছিলেন। জাবেদ ইকবাল, তার ভগ্নিপতি ওসামা, তার ভাগনী এবং ছোট বোন সাগরে নে'মেছিলেন। তারা কোমর পানি পর্যন্ত নেমে অবস্থান করছিলেন। হঠাৎ করে বিশাল একটি পানির ঢেউ এসে তাদের টে'নে নিয়ে যায়।
ভাগনি এবং ছোট বোন নিজেদের র'ক্ষা করতে পারলেও জাবেদ ইকবাল এবং ওসামা তাদের র'ক্ষা করতে পারেননি। জাবেদ ইকবাল এবং ওসামা পানির ঢেউর সাথে চলে যান। ওসামাকে বেহু'শ অবস্থায় নৌকায় থাকা কিছু মাছ শিকারি উ'দ্ধা'র করে। ওই সময় তিনি বে'হু'শ ছিলেন।
কিন্তু জাবেদ ইকবালকে আর খুঁ'জে পাওয়া যায়নি। জাবেদ ইকবালের হা'রিয়ে যাওয়ার বিষয়টি তার বড় ভাই নিউজার্সি সাউথ মুনার সভাপতি ইব্রাহিম খলিল পুলিশে রি'পো'র্ট করেছিলেন। পুলিশ ইকবালের হা'রিয়ে যাওয়ার বিষয়টি পোস্টার আকারে বিভিন্ন স্থানে ঝু'লিয়ে রাখে।
১৯ জুলাই একদল মাছ শি'কারি একটি লা'শকে সাগরের পাড়ে দেখে এবং পুলিশে কল দেয়। পুলিশ এসে জাবেদ ইকবালের লা'শ তু'লে নিয়ে যায় এবং ওইদিন দুপুরে তার পরিবারকে খবর দেয়।পরে তারা চি'হ্নি'ত করেন এটাই জাবেদ ইকবালের লা'শ। জাবেদ হা'রিয়ে যাবার পর মুনার কর্মকর্তারা নিউইয়র্ক থেকে নিউজার্সিতে জাবেদ ইকবালদের বাসায় গিয়েছিলেন।
মুনার কর্মকর্তা নাঈম উদ্দিন জানান, পরিবারের তরুণ সদস্যকে হা'রিয়ে তারা বা'করু'দ্ধ। একটি টগবগে তরুণ এভাবে হা'রিয়ে যাবে তারা তা ভাবতেও পারেনি।