মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকরা পুলিশি ‘নি'র্যাতনের’ পাশাপাশি বৈ'ষম্যের শি'কার হচ্ছেন এমন অভি'যোগ তুলে সম্প্রতি আলজাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়ার অপরা'ধে বাংলাদেশী প্রতিবাদী রায়হান কবিরকে পুলিশ গ্রে'ফতার করে ১৪ দিনের রি'মান্ডে নিয়েছে।
এ প্রসঙ্গে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, তদ'ন্তে সহায়তা করার জন্য শনিবার থেকে তার ১৪ দিনের রিমা'ন্ড মঞ্জুর করা হয়েছে এবং আমরা যথাযথ তদ'ন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষে'প নেবো।
এ দিকে জাতীয় মানবাধিকার কমিশন রায়হান কবিরের আট'কের বিষয়টি যাচাই তদ'ন্তে তাকে আইনি সহায়তা দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রী, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি রায়হান কবিরের গ্রেফ'তারে নি'ন্দা জানিয়েছে অভিবাসন খাতের ২১টি সংগঠন। তারা রায়হানের নিরাপত্তা নিয়েও গভীর উ'দ্বেগ প্রকাশ করে দ্রুত তার মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতি প্রদানকারী সংগঠনগুলোর মধ্যে রামরু, ওয়্যারবি, মানুষের জন্য ফাউন্ডেশন, (এমজেএফ) ওকাপ, বিএনএসকে, আইআইডি, আসক, বমসা, বাসুগ, ইনাফি, কর্মজীবী নারী, বিএনপিএস, ডেভকম, ইমা, আওয়াজ ফাউন্ডেশন।