বুধবার, ২৯ জুলাই, ২০২০, ০৪:১৩:৩৬

বাংলাদেশি রায়হান কবিরের ওপর অ'ত্যা'চারে গ'র্জে উঠলো কলকাতা

বাংলাদেশি রায়হান কবিরের ওপর অ'ত্যা'চারে গ'র্জে উঠলো কলকাতা

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশের অভি'বাসী রায়হান কবিরের ওপর নি'পী'ড়নের প্রতি'বাদে ফে'টে পড়লো কলকাতা। বাংলাদেশের ঊনত্রিশটি মা'নবা'ধিকার সং'গঠন ও বিশ্বের অন্য মা'নবা'ধিকার সং'গঠনগুলোর সঙ্গে গ'লা মি'লিয়ে প্রতি'বাদ জানিয়েছে এসোসিয়েশন অফ প্রটে'ক'শন অফ ডেমো'ক্র্যা'টিক রা'ইটস। 

সং'গঠনের বিশিষ্ট নেতা অসীম গি'রি আজ বলেন, বিশ্বে মানুষ প্রতি'বাদ করার অধি'কার হা'রা'চ্ছে। প্রতি'বাদ করলেই শা'সকের র'ক্তচ'ক্ষু। এ চ'লতে পারে না। গণত'ন্ত্রের টুঁ'টি চে'পে ধ'রার অধি'কার কারও নেই। অসীম বাবু জানান, করোনার কারণে তাঁরা সমা'বেশ করতে পারছেন না কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রতি'বাদ করছেন।

কিন্তু কি হয়েছিল রায়হান কবিরের? রায়হান মালয়েশিয়ায় কাজ করা বাংলাদেশের এক অভি'বাসী ক'র্মী। মালয়েশিয়ার করোনা নিয়ে আল জাজিরা টিভির একটি ত'থ্যচি'ত্রে অংশ নিয়ে কবির মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ওপর অ'ত্যা'চারের কা'হিনী তু'লে ধ'রেন। এরপরই চব্বিশ জুলাই তাকে গ্রে'প্তার করে চৌদ্দ দিনের পুলিশ হে'ফা'জতে পা'ঠানো হয়।

মালয়েশিয়ার অভি'বাসন দ'প্তরের প্রধান বলেছেন, রায়হানকে বাংলাদেশে ডি'পো'র্ট করা হবে এবং তাকে কা'লো তা'লিকাভু'ক্ত করা হবে যাতে তিনি কোনোদিনই আর মালয়েশিয়ায় আসতে না পারেন। আল জাজিরা টিভির বি'রু'দ্ধেও রা'ষ্ট্রদ্রো'হি'তা, মা'নহা'নির মা'মলা আনা হয়েছে। আমেরিকার হিউ'ম্যান রাই'টস ওয়াচ এশিয়া প্রধান বলেছেন, এই অন্যা'য় মে'নে নেয়া যায় না। বাংলাদেশের অভিবাসী কর্মী রায়হান কবির এখন আন্তর্জাতিক আলোচনার কে'ন্দ্রবি'ন্দুতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে