বুধবার, ০৫ আগস্ট, ২০২০, ১১:০৬:৪১

লেবাননে বি'স্ফো'রণে নিহ'ত ৪ বাংলাদেশি, আহ'ত ১০০ বাংলাদেশি

লেবাননে বি'স্ফো'রণে নিহ'ত ৪ বাংলাদেশি, আহ'ত ১০০ বাংলাদেশি

প্রবাস ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে একটি ও'য়্যা'র হা'উজে বি'স্ফো'রণের ঘ'টনায় ৪ বাংলাদেশি নিহ'ত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ শান্তির'ক্ষা কা'র্যক্র'মে মে'রিটা'ইম টা'স্কফো'র্সের অধীনে নিয়ো'জিত বাংলাদেশ নৌবা'হি'নী জাহাজ বিজয়ের ২১ জন সদস্যসহ প্রায় ১০০ জন আহ'ত হয়েছেন। 

বুধবার দূ'তাবাসের প্রথম সচিব (শ্রম) আবদুল্লাহ আল মামুন এ ত'থ্য নি'শ্চিত করেছেন। আহ'তদের মধ্যে ৭৮ জন প্রবাসী বাংলাদেশি ও ২১ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য। তিনি বলেন, নিহ'তরা হচ্ছে ব্রাম্মণবাড়িয়ার মেহেদী হাসান ও রাসেল, মাদারিপুরের মিজান এবং কুমিল্লার রেজাউল।

আহ'তদের মধ্যে একজন নৌ সেনার অবস্থা আ'শ'ঙ্কাজ'নক। তাকে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মেডিকেল সে'ন্টারে (এইউবিএমসি) ভর্তি করা হয়েছে। অন্যদেরকে ইউনিফিলের ত'ত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা শেষে হেলিকপ্টার বা এ'ম্বুলে'ন্সযোগে হামুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা আ'শ'ঙ্কামু'ক্ত। শান্তির'ক্ষা মিশন ইউনিফিলের সার্বিক ত'ত্ত্বাব'ধানে আহ'ত নৌসদস্যদের চিকিৎসা চ'লমা'ন রয়েছে। সূত্র : বাসস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে