সুখবর, শর্তসাপেক্ষে ধী'রে ধী'রে দেশে ছুটিতে থাকা ১৪ হাজারের বেশি প্রবাসী ফিরতে পারবেন কাতারে। দেশটির সরকারের দেয়া এমন ঘোষণায় ১ আগস্ট থেকে কাতার পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে শুরু হয়েছে প্রবাসীদের আবেদনপত্র যাচাই-বাছাই। এভিয়েশন বিডি
এরইমধ্যে আবেদনপত্র গ্রহণ করে কাতারে ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছে অনেককে। তবে কাতারে ফেরার অনুমতি মিললেও, প্রবাসীরা যাতে দ্রæত আসতে পারে ও যারা এখনও অনুমতি পাননি। তারাও যাতে ফিরতে পারেন, সেজন্য দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
কাতার প্রবাসীরা জানান, প্রায় ১৪ হাজার প্রবাসী দেশে গিয়ে আ'টকা পড়ে আছেন। এদের মধ্যে অনেকের ভিসা বাতিল হয়েছে গেছে। সরকার যেনো দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের আসার ব্যবস্থা করে। বণিকবার্তা
জানা গেছে, দেশে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদ ৬ মাসের বেশি অতিবাহিত হয়ে থাকলে, কাতারের নিয়োগকৃত কোম্পানি থেকে রিটার্ন পারমিট অনুমতি পত্র লাগবে। সেইসঙ্গে, দেশ থেকে আসার ৪৮ ঘণ্টা আগে কাতার সরকারের তালিকভুক্ত ১৬টি মেডিকেলের যেকোন শাখা থেকে কোভিড নেগেটিভ সাটিফিকেট নিয়ে আসতে হবে।