প্রবাস ডেস্ক : করোনার কারণে দীর্ঘদিন দেশে আ'টকে পড়ার পর গেল রোববার আবুধাবি গিয়েছিলেন ৬৮ জন প্রবাসী বাংলাদেশি। কিন্তু তাদের ঢু'কতে না দিয়ে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দিয়েছে আবুধাবি কর্তৃপক্ষ। আবুধাবি থেকে ফেরত এসে ৬৮ প্রবাসী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই বিক্ষো'ভ করেছেন।
তাদেরকে ফেরত পাঠানোর প্রতিবা'দে এ বিক্ষো'ভ করেন এবং সরকারের সহযোগিতা দাবি করেন। জানা গেছে, রোববার বিমানের একটি ফ্লাইটে আবুধাবী যান এই ৬৮ জন বাংলাদেশি। কিন্তু তাদের আবুধাবি বিমানবন্দরে আ'টকে দেয়া হয়। তাদের ই'মিগ্রে'শন না করিয়েই ফিরতি ফ্লাইটে সোমবার ফেরত পাঠিয়ে দেয়া হয়। এ কারণে তারা ঢাকায় ফিরে এর প্রতি'বাদে বিমানবন্দরে বিক্ষো'ভে ফে'টে পড়েন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে রোববার আবুধাবিতে গিয়েছিলেন ৬৮ জন প্রবাসী। কিন্তু তাদেরকে ফেরত পাঠিয়ে দেয় আবুধাবি কর্তৃপক্ষ। সোমবার সকালে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিক্ষো'ভ করেন তারা। বিক্ষো'ভের এক পর্যায়ে তারা ফ্লোরে বসে পড়েন। বিক্ষো'ভের সময় হয়'রানি ও আবুধাবিতে ফেরত পাঠানোর দাবিতে সরকারের হ'স্তক্ষে'প দাবি করেন এসব প্রবাসী। এ সময় তারা হাউ মাউ করে কান্নাকাটি করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, এসব প্রবাসীরা যেসব কোম্পানি বা এজেন্সির মাধ্যমে আবুধাবিতে গিয়েছিলেন, সেসব প্রতিষ্ঠানের অনুমোদন বা'তিল করে দেয় আবুধাবি সরকার। এ কারণে গেল রোববার আবুধাবিতে যাওয়ার পর বিমানবন্দরেই ৬৮জন প্রবাসীকে আ'টকে দেয়া হয়। পরে বিমানের ফিরতি ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।