বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ১১:৩২:৪৫

তারা খুব ভালো করেই জানে, অর্থ ধর্মের থেকে অনেক বেশি জ'রুরি: তসলিমা নাসরিন

তারা খুব ভালো করেই জানে, অর্থ ধর্মের থেকে অনেক বেশি জ'রুরি: তসলিমা নাসরিন

প্রবাস ডেস্ক : ফের চীনে উইঘুর মুসলিমদের উপর অ'ত্যাচারের অভি'যোগ। এবার চীনের বি'রুদ্ধে শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলিমদের মসজিদ গুঁ'ড়িয়ে দেওয়ার অভি'যোগ পুরনো। সেই মসজিদের জায়গায় সুলভ শৌ'চালয় বা'নানো হয়েছে বলেও অভি'যোগ উঠেছে। আর এই প'রিস্থি'তিতে মুসলিম দেশগুলি প্র'তিবাদ না করে নী'রবতা পালনের জন্যে তাদের কা'ঠগ'ড়ায় তুললেন লেখিকা তসলিমা নাসরিন।

ট্যুইটে তসলিমা কটা'ক্ষের সুরে লেখেন, 'চীন উইঘুর মুসলিমদের উপর অ'ত্যাচার করছে। কিন্তু কটা মুসলিম দেশ এর বি'রোধিতা করছে? আসলে চীন মুসলিম দেশগুলিতে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করে। তারা খুব ভালো করেই জানে, অর্থ ধর্মের থেকে অনেক বেশি জ'রুরি।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে