শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৭:০৮:৫৭

মূল ভিলেন ডিজেল গাড়ি : তসলিমা

মূল ভিলেন ডিজেল গাড়ি : তসলিমা

প্রবাস ডেস্ক : যত নষ্টের মূল কি না সেই ডিজেল গাড়ি! অথচ, দূষণ না কমালেও নয়৷ না হলে, কীভাবে রক্ষা পাবে ফুসফুস! আর, কীভাবে-ই-বা রোধ করা যাবে অকাল মৃত্যু! যে কারণে, পৃথিবীর সবচেয়ে বেশি দূষিত শহর হিসেবে, শেষ পর্যন্ত কিছু করে দেখাল দিল্লি! আর, এ ভাবেই, শুক্রবার গভীর রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকারের পাশে থাকার কথা জানালেন তসলিমা নাসরিন৷ শুক্রবার, পয়লা জানুয়ারি থেকে দিল্লিতে চালু হয়েছে সেখানকার আম আদমি পার্টি (আপ) পরিচালিত সরকারের জোড়-বিজোড় নীতি৷ আপাতত, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ওই নীতির প্রয়োগ হবে বলে জানানো হয়েছে৷ এবং, আইন মানা না হলে জরিমানা দিতে হবে দু’ হাজার টাকা৷ অথচ, এই জোড়-বিজোড় নীতির পক্ষে এবং বিপক্ষে আলোচনা বা সমালোচনা৷ একই সঙ্গে, কোনও কোনও মহল যেমন স্বাগত জানাচ্ছে৷ তেমনই, কোনও কোনও মহল আবার জোড়-বিজোড়ের বিরোধিতাও করছে৷ তবে, লেখিকা তসলিমা নাসরিন এখন অবশ্য জোড়-বিজোড়ের পক্ষে৷ এবং, শুক্রবার গভীর রাতে তিনি তার ফেসবুকে এমন মন্তব্য করেছেন, ‘পৃথিবীর সবচেয়ে দূষিত শহরটি অন্তত কিছু একটা করেছে দূষণ কমানোর জন্য৷ অভিনন্দন প্রাপ্য৷’ জোড়-বিজোড় নীতি অনুযায়ী, জোড় তারিখে দিল্লির রাস্তায় চালানো যাবে জোড় সংখ্যার নম্বর প্লেটের গাড়ি৷ তেমনই, বিজোড় তারিখে চালানো যাবে বিজোড় সংখ্যার নম্বর প্লেটের গাড়ি৷ আপ পরিচালিত সরকারের এই ধরনের নীতির বিরোধিতা করেনি আদালত-ও৷ তবে, বিভিন্ন মহলের বিভিন্ন ধরনের মতামতের কারণে, শেষ পর্যন্ত এই জোড়-বিজোড় নীতির রূপায়ণ সফল হবে কি না, সেই বিষয়টিকে কেন্দ্র করে দিল্লির আপ সরকার কার্যত আশঙ্কা-ও এড়িয়ে থাকতে পারেনি বলে প্রকাশ পেয়েছে৷ শেষ পর্যন্ত অবশ্য আশঙ্কা থেকে মুক্ত থাকা সম্ভব হচ্ছে বলেও প্রকাশ পাচ্ছে৷ এবং, আপাতত এই ধরনের স্বস্তির পরিবেশে, জোড়-বিজোড়ের পাশে থাকার-ই কথা জানালেন তসলিমা নাসরিন৷ শুক্রবার গভীর রাতে তিনি তার ফেসবুক প্রোফাইলে এমনই মন্তব্য করেছেন, ‘আজ বিকেলে দিল্লির নীতি মার্গের রাস্তা দেখলাম ফাঁকা৷ জোড়-বিজোড় ফর্মুলা ভালো কাজ করছে বৈকি৷ আজ বিজোড় নম্বরের গাড়ি চলেছে৷ কাল জোড় তারিখে জোড় নম্বরের গাড়ি চলবে৷ জোড়-বিজোড়ে যাদের মিল পড়ছে না, তারা মেট্রোয় আর বাসে চড়বেন৷ অথবা, শেয়ারে গাড়ি চড়বেন, মুখ্যমন্ত্রীর মতো৷ অথবা, সাইকেল চালাবেন৷’ একই সঙ্গে তসলিমার এমন মন্তব্য, ‘ডিজেল গাড়িগুলিই সব নষ্টের মূল৷ ওই গাড়িগুলিকে চির বিদায় জানাতে পারলে ভালো হতো৷ আজ সন্ধ্যায় ইন্ডিয়া গেটের কাছে ভিড় ছিল৷ সে মানুষের ভিড়, গাড়ির নয়৷ আশা করছি সোমবার থেকেও রাস্তাঘাট শান্ত থাকবে৷ দূষণ না কমালেই নয়৷ ফুসফুসের রোগে তা না হলে অকালে মরবে সবাই৷’ তবে, শেষ পর্যন্ত দিল্লির আপ সরকারের জোড়-বিজোড় নীতি জারি থাকবে কি না৷ এই নীতির কারণে দিল্লির বায়ু দূষণের পরিমাণ সেভাবে কমানো সম্ভব হবে কি না৷ এমন বিভিন্ন বিষয়ে এখনও খোদ দিল্লির-ই বহু আম আদমির মনে রয়ে গিয়েছে বহু প্রশ্ন এবং সংশয়৷ ২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে