সোমবার, ০৭ ডিসেম্বর, ২০২০, ১০:১৪:০৮

সুখবর, বাংলাদেশি কর্মী নেয়ার ঘোষণা দিল সিঙ্গাপুর সরকার

 সুখবর, বাংলাদেশি কর্মী নেয়ার ঘোষণা দিল সিঙ্গাপুর সরকার

প্রবাস ডেস্ক : সিঙ্গাপুরে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম দেশটির সরকারের জনশক্তি মন্ত্রী তান সি লেং-এর সঙ্গে সাক্ষাতকালে তিনি বাংলাদেশি কর্মী নেয়ার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে হাইকমিশন।

উল্লেখ্য, সিঙ্গাপুর একমাত্র দেশ যেখানে করোনা মহামারিজনিত কারণে কোনো বাংলাদেশি অভিবাসী কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়নি। সিঙ্গাপুরে নিযুক্ত হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম এ বিষয়ে সিঙ্গাপুর সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

হাইকমিশনারের অনুরোধের পর জনশক্তি মন্ত্রী তান সি লেং জানান, সিঙ্গাপুর বিদেশ থেকে কর্মী নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করবে। তিনি অপেক্ষমান বাংলাদেশি অভিবাসী কর্মীদের সিঙ্গাপুরে আগমন দ্রুত ও সহজতর করার লক্ষ্যে নতুন ওভারসিজ ট্রেনিং সেন্টার চালু এবং বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর/সুবিধাজনক স্থানে সিঙ্গাপুরের নিজস্ব অর্থায়নে কোভিড-১৯ টেস্টিং/হেলথ স্ক্রিনিং সেন্টার স্থাপন করা হবে বলে জানান।

তিনি উল্লেখ করেন, সিঙ্গাপুরস্থ বাংলাদেশি ও অন্যান্য অভিবাসী কর্মীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে যা কোভিডকালে সঙ্কুচিত আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির নতুন দিগন্ত উন্মোচন করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে