বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ০৯:১৩:২৮

হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সিদ্দিকের নাম ঘোষণা করলেন বাইডেন

হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সিদ্দিকের নাম ঘোষণা করলেন বাইডেন

প্রবাস ডেস্ক : হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের অফিসের একটি গুরুত্বপূর্ণ পদে জো বাইডেন একজন বাংলাদেশি বংশদ্ভূত আমেরিকানের নাম ঘোষণা করেছেন। তার নাম জেয়িন সিদ্দিক। প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের অফিসিয়াল ট্রানজিশন ওয়েবসাইট বিল্ডব্যাকবেটার.গভ এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

ভারতের বিভিন্ন সংবাদপত্রেও তাকে 'বাংলাদেশী আমেরিকান' পরিচয় দিয়ে প্রতিবেদন করা হয়েছে। বুধবার বাইডেনের ট্রানজিশান টিম হোয়াইট হাউসের বিভিন্ন পদে নতুন অনেকের নাম ঘোষণা করে যাদের মধ্যে জেয়িনের নামও রয়েছে। তিনি হতে যাচ্ছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের 'সিনিয়র এডভাইজার'। জেয়িন সিদ্দিকই প্রথম বাংলাদেশী-আমেরিকান যিনি বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ নিয়োগ পেলেন।

বাংলাদেশি বংশদ্ভূত হলেও তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রিন্সটেন ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুলের গ্রাজুয়েট জেয়িন বর্তমানে বাইডেন-হ্যারিস ট্রানজিশনের ডমিস্টিক এন্ড ইকোনমিক টিমের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস যখন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিতর্কে অংশ নেয়ার জন্য টিম করেছিলেন, সেখানেও ছিলেন জেয়িন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে