মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৬:৪৭:৩৭

এক বাঙালির ভয়ে দুনিয়ার তাবড় গোয়ন্দাদের ঘুম হারাম

এক বাঙালির ভয়ে দুনিয়ার তাবড় গোয়ন্দাদের ঘুম হারাম

আন্তর্জাতিক ডেস্ক : আইএসের নয়া জেহাদি এক বাঙালির জন্য দুনিয়ার তাবড় গোয়ন্দাদের ঘুম হারাম। নাম তার সিদ্ধার্থ ধর। পূর্ব লন্ডনের বাসিন্দা ওই বাঙালি যুবকই ঘুম কেড়েছে দুনিয়ার তাবড় গোয়েন্দাদের। এমন দাবি ব্রিটিশ প্রশাসনের। সিদ্ধার্থ অরফে আবু রুমায়েশের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে নতুন জেহাদি জনের গলার স্বর। সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য ২০১৪ গ্রেফতার করা হয় সিদ্ধার্থকে। জামিনে ছাড়া পেয়েই অন্তঃসত্ত্বা স্ত্রী, সন্তানদের নিয়ে দেশ ছাড়েন তিনি। গন্তব্য ছিল সিরিয়া। সেখানেই গিয়েই এক হাতে এক-কে ফর্টি সেভেন অন্য হাতে নবজাতক ছেলেকে নিয়ে নিজের ছবি পোস্ট করে সিদ্ধার্থ। জেহাদি জন টুয়ের সঙ্গে মিল রয়েছে তার ভাইয়ের গলার স্বরের। দাবি সিদ্ধার্থর বোন কনিকার। আইএসের নতুন জেহাদি জন এক বাঙালি ছেলে। লন্ডনের যুবক সিদ্ধার্থ ধরই এখন ঘুম কাড়ছে দুনিয়ার তাবড় গোয়ন্দাদের। ২০১৪ সালের নভেম্বরে সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে লন্ডনে গ্রেফতার হয়েছিল সিদ্ধার্থ অরফে আবু রুমায়েশ। ছাড়া পেয়েই সিরিয়ায় পালিয়ে যায় সিদ্ধার্থ। আইএসের হার হিম করা ভিডিও প্রকাশ হতেই ঘুম উড়ে গেছে ব্রিটিশ গোয়েন্দাদের। পাঁচ পাঁচজনকে খুন করার সঙ্গে ব্রিটেন দখলের হুমকি! কিন্তু কে এই নতুন মুখ ঢাকার যুবক? ঠাণ্ডা স্বরে হুমকি দিচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশকে? ব্রিটিশ গোয়েন্দাদের দাবি, এই যুবক এক ব্রিটিশ বাঙালি। নাম সিদ্ধার্থ ধর। কে এই সিদ্ধার্থ ? পূর্ব লন্ডনের বাসিন্দা সিদ্ধার্থর পরিবার বহুদিন ধরেই ব্রিটেনে রয়েছে। চার সন্তানের বাবা সিদ্ধার্থ মুসলিম হয়ে নাম নেন আবু রুমায়েশ। নিষিদ্ধ সংগঠন অল-মুহাজিরুনের মুখপাত্র ছিল সে। আনজেম চৌধুরীর সহযোগী হিসেবে কাজ করত সিদ্ধার্থ। লন্ডনে থাকার সময়ও একাধিক কট্টরপন্থী কাজ কর্মে যুক্ত ছিল সিদ্ধার্থ। একাধিকবার মিডিয়ার সামনেও এসেছেন তিনি। ২০১৪-এর নভেম্বরে সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে গ্রেফতার হয় সিদ্ধার্থ। ছাড়া পেয়েই অন্তঃসত্ত্বা স্ত্রী, সন্তানদের নিয়ে দেশ ছাড়েন তিনি। প্যারিস হয়ে সোজা সিরিয়া। এক হাতে এক-কে ফর্টি সেভেন অন্য হাতে নবজাতক ছেলেকে নিয়ে নিজের ছবি পোস্ট করেন সিদ্ধার্থ। সিদ্ধার্থর বোন কণিকাই শুধু নন, সিদ্ধার্থর পরিচিত অনেকেই মানছেন ভিডিও’র নয়া জেহাদি জন আসলে সিদ্ধার্থই। সূত্র : জিনিউজ ৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে