রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:৫৪:৪৫

সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু, আরো দু’জনের অবস্থা আশঙ্কাজনক

সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু, আরো দু’জনের অবস্থা আশঙ্কাজনক

প্রবাস ডেস্ক : ওমানে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তারা সবাই বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির দুকুমের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দুর্ঘটনায় নিহতরা হলেন মো: ওমর ফারুক, মিনহাজ, মামুন, মিলাদ ও রুবেল। নিহত সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

নিহতের পরিবার ও প্রবাসী সূত্রে জানা যায়, আরব সাগর থেকে মাছ ধরে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই গাড়িতে মোট ১০ জন প্রবাসী বাংলাদেশী ছিলেন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাকি পাঁচজন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির বলেন, ‘ওমানে সড়ক দুর্ঘটনায় আমার ইউনিয়নের চারজন বাসিন্দা নিহত হওয়ার ঘটনা শুনেছি। বাকি আরেকজন পার্শ্ববর্তী হারানিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানতে পেরেছি। আমি আমার এলাকার দু’জনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করেছি। লাশ দেশে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে সেখানে থাকা আমার এলাকার কয়েকজনের সাথে কথা বলেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে