শনিবার, ২০ মার্চ, ২০২১, ০৯:০৩:০৫

বাংলাদেশে পা রাখার আগে নরেন্দ্র মোদিকে বিশেষ আবেদন তসলিমার

বাংলাদেশে পা রাখার আগে নরেন্দ্র মোদিকে বিশেষ আবেদন তসলিমার

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করুন নরেন্দ্র মোদি। ভারতের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগে টুইটারে এমনই আবেদন জানালেন লেখক তসলিমা নাসরিন। আগামী ২৬ মার্চ দু'দিনের বাংলাদেশ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 

গত বছর করোনা ভাইরাস প্রকোপ শুরুর পর এটাই হতে চলেছে মোদির প্রথম বিদেশ সফর। তাতে যথারীতি অগ্রাধিকার পাচ্ছে 'প্রতিবেশি প্রথম' নীতি। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ভোটের মুখে দাঁড়ানো পশ্চিমবঙ্গের বিশেষ সম্প্রদায়কে রাজনৈতিক বার্তা দেওয়াও ভারতের প্রধানমন্ত্রীর লক্ষ্য হতে পারে। এই প্রেক্ষিতে শনিবার 'নির্বাসিত' র লেখক তসলিমার টুইট, ''বিভিন্ন দিক থেকেই বাংলাদেশকে সাহায্য করছে ভারত। ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধের জন্য যাতে যাবতীয় পদক্ষেপ করা হয় তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করুন উনি।''

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ, 'মুজিব বর্ষ' উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন প্রধানমন্ত্রী মোদি। সেই সঙ্গে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। এই অনুষ্ঠানগুলিকে 'তিনটি উল্লেখজনক অনুষ্ঠান' হিসেবে চিহ্নিত করেছে ভারতের বিদেশ মন্ত্রনালয়। সফরের প্রথম দিনেই বাংলাদেশের স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে