মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ০২:৫৫:৫৯

রামদা, ছুরি জাতীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শত বাংলাদেশি

 রামদা, ছুরি জাতীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শত বাংলাদেশি

সৌদি আরবে বাংলাদেশি দুই গ্রুপের সংঘর্ষে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (২০ মার্চ) রাতে দেশটির রাজধানী রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রামদা, ছুরি জাতীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শত বাংলাদেশি। এদিকে এখন পর্যন্ত নিহত প্রবাসীর পরিচয় প্রকাশ করেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘সৌদি আরবে বসবাসরত এবং কর্মরত অন্যান্য প্রবাসীরা, ভারতীয়, পাকিস্তানি, নেপালি, ইত্যাদি দেশের নাগরিকরা কখনোই নিজেরা কোনো গ্রুপ বা সংঘ গড়ে তোলে না।’

তিনি বলেন, ‘এ রকম কোনো মারামারিতেও জড়ায় না। অথচ বাংলাদেশিরা ব্যাঙের ছাতার মতো উপজেলা ও জেলাভিত্তিক সংগঠন গড়ে তুলেছে। এসব সংগঠনের কারণেই মাঝে মাঝেই তাদের মধ্যে উগ্রতা লক্ষ্য করা যায়।’

‘সৌদি আরবের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের এ সকল সংঘর্ষের কারণে দেশটির নাগরিকদের কাছে এবং সরকারের কাছে প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে