বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০৮:০৬:২৪

পাকিস্তান ছাড়লেন মৌসুমি

পাকিস্তান ছাড়লেন মৌসুমি

প্রবাস ডেস্ক : পাকিস্তান ছাড়লেন ইসলামাবাদে বাংলাদেশি দূতাবাসের সিনিয়র কূটনৈতিক মৌসুমি রহমান। বৃহস্পতিবার সকালে তুর্কিশ এয়ারলাইন্সের টিজি৭১১ বিমানে পাকিস্তান ছাড়েন তিনি। দেশটির জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। খবরে মৌসুমি রহমানকে পাকিস্তান সরকার ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করেছিল বলে উল্লেখ করার হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমির বিপক্ষে পাকিস্তানবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ এনেছে ইসলামাবাদ। এজন্য উদ্বিগ্ন নিরাপত্তা সংস্থাগুলো তাকে সর্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছিল। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে উদ্বৃত করে খবরে বলা হয়, মৌসুমি রহমানকে পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ করা হতে পারে। এর আগে গত ২৩ ডিসেম্বর ঢাকায় পাকিস্তান দূতাবাসের কূটনীতিক ফারিনা আরশাদকে ফিরিয়ে নেয় ইসলামাবাদ। ঢাকা থেকে তার বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছিল। ৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে