শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০২:২৯:১৪

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নিকারাগুয়ায় আটক ১৫ বাংলাদেশী

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নিকারাগুয়ায় আটক ১৫ বাংলাদেশী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নিকারাগুয়ায় ১৫ বাংলাদেশী অভিবাসীকে আটক করেছে পুলিশ। পাচারকারীরা বাংলাদেশী এই অভিবাসীদের পরিত্যাগ করায় মহাসড়কে পথ হারিয়ে ফেলে এ সময় পুলিশ তাদের আটক করে। খবর-বার্তাসংস্থা এপি। স্থানীয় পুলিশ কমিশনার লিওনিদাস রকের বরাত দিয়ে খবরে বলা হয়, এ অভিবাসন-প্রত্যাশীদের মূল গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। কোস্টারিকা থেকে তাদের আপাতত হন্ডুরাস নেওয়া হচ্ছিল। তবে তাদের নিকারাগুয়া হয়ে যেতে হয়। বৃহস্পতিবার পুলিশের ওই কর্তাব্যক্তি গণমাধ্যমকে জানান, মানাগুয়ার প্রায় ২০ কিলোমিটার দূরে দুশ্চিন্তাগ্রস্থ অবস্থায় অভিবাসীদের পাওয়া যায়। অভিবাসীরা জানায়, পাচারকারীরা তাদের সব কেঁড়ে নিয়েছে। কোস্টারিকান সীমান্ত থেকে তারা ৩ দিন ধরে হাঁটছে। নিকারাগুয়া হয়ে যাওয়ার জন্য পাচারকারীদের তারা ১০০-৫০০ ডলার দিয়েছে। এদের একজন জানান, রাজনৈতিক কারণে বাংলাদেশ ছেড়েছেন তিনি। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে