অনন্য কৃতিত্ব কাতার বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়ে স্বর্ণপদক পেলো হাফেজ আবু তালেব বাংলাদেশের চট্টগ্রামের কৃতি সন্তান হাফেজ মুহাম্মদ আবু তালেব। কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাফেজ আবু তালেবের হাতে স্বর্ণপদক সম্মাননা তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি।
দ্য পেনিনসুলাকাতার ডটকম-এর তথ্য মতে, রোবাবার কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানির উপস্থিতিতে কাতার বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন অনুষ্ঠান হয়।
সমাবর্তন অনুষ্ঠানে হাফেজ মুহাম্মদ আবু তালেব ছাড়াও দেশ-বিদেশের আরও ১০৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক সম্মাননা তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ৭৩৩ জন শিক্ষার্থীকে স্নাতক সম্মাননা প্রশংসাপত্র প্রদান করেন। ২০১৯ ও ২০২০ সালের ৩১৮৮ জন শিক্ষার্থী স্নাতক অর্জন করেন।