সোমবার, ৩১ মে, ২০২১, ০৩:১৩:৫৭

বাংলাদেশি হাফেজ আবু তালেবের অনন্য কৃতিত্ব, স্বর্ণপদক তুলে দিলেন কাতারের আমির

বাংলাদেশি হাফেজ আবু তালেবের অনন্য কৃতিত্ব, স্বর্ণপদক তুলে দিলেন কাতারের আমির

অনন্য কৃতিত্ব কাতার বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়ে স্বর্ণপদক পেলো হাফেজ আবু তালেব বাংলাদেশের চট্টগ্রামের কৃতি সন্তান হাফেজ মুহাম্মদ আবু তালেব। কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাফেজ আবু তালেবের হাতে স্বর্ণপদক সম্মাননা তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি।

দ্য পেনিনসুলাকাতার ডটকম-এর তথ্য মতে, রোবাবার কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানির উপস্থিতিতে কাতার বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন অনুষ্ঠান হয়। 

সমাবর্তন অনুষ্ঠানে হাফেজ মুহাম্মদ আবু তালেব ছাড়াও দেশ-বিদেশের আরও ১০৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক সম্মাননা তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ৭৩৩ জন শিক্ষার্থীকে স্নাতক সম্মাননা প্রশংসাপত্র প্রদান করেন। ২০১৯ ও ২০২০ সালের ৩১৮৮ জন শিক্ষার্থী স্নাতক অর্জন করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে