সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ১১:৫৭:৪৭

সুইডেনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

 সুইডেনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

প্রবাস ডেস্ক : ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে  সুইডেন শাখা স্টকহোমে এক আলোচনা সভার আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।  সভায় প্রধান অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন খেতু মিয়া।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুইডেন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু।  সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিস হাসান তপন।

সভায় বিশেষ অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার এম জামান ও ড. ফরহাদ আলী খান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওবায়দুল হক, খলিলুর রহমান, মাসুদ খান ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী।

লন্ডন থেকে মোবাইলের মাধ্যমে সভায় বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তার হোসেন মিরন।  

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে বহির্বিশ্বে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুইডেন শাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। কিছু সাংগঠনিক দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।

সেই সাথে স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে যারা সুইডেনে ষড়যন্ত্র করছে তাদের সাবধান করে দিয়ে বলেন, এসব বন্ধ না করলে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।  

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছিল বলেই সোনার বাংলা হায়েনামুক্ত হয়।  মুক্তিযুদ্ধ পূর্ববর্তী ও পরবর্তীকালে জাতির পিতার অসামান্য অবদান, ত্যাগ ও সংগ্রামের ওপর তিনি তার বক্তব্যে আলোকপাত করেন।

প্রধান বক্তা ড. ফরহাদ আলী খান তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর অতুলনীয় ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ছিল বলেই আজ বাংলাদেশ পৃথিবীর বুকে স্বীয় মানচিত্র নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।  বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে স্বেচ্ছাসেবক লীগের নেতা ও কর্মীদের এগিয়ে যাবার আহ্বান জানান তিনি।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে