মঙ্গলবার, ০৯ নভেম্বর, ২০২১, ১০:৩৭:১৩

দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য দক্ষিণ কোরিয়ার দুয়ার খুলল

দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য দক্ষিণ কোরিয়ার দুয়ার খুলল

দীর্ঘদিন পর বাংলাদেশি কর্মীদের জন্য দুয়ার খুলেছে দক্ষিণ কোরিয়া। করোনা পরিস্থিতির কারণে গত বছরের জুন থেকে বন্ধ করে দিয়েছিল দেশটি।মঙ্গলবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদকে তার কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং গুন।

পরে দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত লি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী কোরীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রমিকদের কোরিয়ায় প্রবেশ সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য কোরীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতারও আশ্বাস দেন ইমরান আহমেদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে