একটি খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে চট্টগ্রামের লোহাগাড়ায়। এক রাজকীয় ফরমানে সৌদি নাগরিকত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের কৃতি সন্তানকে। পবিত্র কাবা ঘরের গিলাফ (কিসওয়াহ) প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান মুখতার আলম। কাবার গিলাফে শিল্পের ছোঁয়া দিয়ে দেশের জন্য কুড়িয়েছেন সুনাম। দক্ষতার প্রমাণ রেখে রাজকীয় ফরমানে লাভ করেছেন সৌদি নাগরিকত্ব।
আর এতে দেশ ও দেশের মানুষকে করেছেন গর্বিত। আর তাই খুশির আমেজ ছড়িয়ে পড়েছে মুখতারের নিজের গ্রামের বাড়ি লোহাগাড়া এলাকায়ও।
সম্প্রতি সৌদি আরব সরকার তাকে সে দেশের নাগরিকত্ব দিয়ে বিরল সম্মানে ভূষিত করেছেন। এ নিয়ে তার গ্রামের মানুষের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রশিদের ঘোনা কবির মোহাম্মদ সিকদার পাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত ‘ভিশন-২০৩০’-এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) সৌদি বাদশার এক রাজকীয় নির্দেশনায় বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদেরকে নাগরিকত্ব দেয়ার কথা জানানো হয়। ধর্মীয় ব্যক্তিত্ব, ইতিহাসবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিকিৎসক, বিনিয়োগকারক, প্রযুক্তিবিদ, ক্রীড়াবিদসহ বিভিন্ন পেশার সুনাম কুড়ানো ব্যক্তিদের মধ্যে প্রথম দিন পাঁচ বিদেশী নাগরিককে এ সম্মান দেয়া হয়। এর মধ্যে লোহাগাড়ার সন্তান ক্যালিগ্রাফার মুখতার আলমও রয়েছেন।