প্রবাস ডেস্ক : সৌদি আরবের রিয়াদে আকলিমা আক্তার (৩৬) নামে এক গৃহকর্মী আত্মহত্যা করেছেন।
আকলিমা নারায়ণগঞ্চের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড়ার বশির আহমেদের স্ত্রী। তার বাবার নাম মজিবুর হক, মাতা মাফিয়া খাতুন। তার পাসপোর্ট নম্বর ad ৪৯৮৭২১০। সৌদি আরবের রিয়াদের এক বাসায় তিনি গৃহকর্মীর কাজ করতেন।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম-কাউন্সিলর সারোয়ার আলম জানিয়েছেন, রিয়াদের একটি বাড়িতে তিনি কাজ করতেন। গৃহকর্তার নাম নিশান খুজাইম আল-সাহলী।
গৃহকর্তার পক্ষ থেকে ১১ জানুয়ারি দূতাবাসে আকলিমার মৃতদেহ বাংলাদেশে পাঠানোর জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ চাওয়া হয়। সেখানে বলা হয় আকলিমা আত্মহত্যা করেছেন। তার মৃতদেহ বর্তমানে রিয়াদের ‘তাদিক জেনারেল হাসপাতাল মর্গে’ রাখা হয়েছে।
শ্রম কাউন্সিলর জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধান করার জন্য স্থানীয় থানায় পুলিশ রিপোর্ট চাওয়া হয়েছে এবং সৌদি শ্রম-মন্ত্রণালয়কেও জানানো হয়েছে।
দূতাবাস সূত্র জানিয়েছে, আকলিমাকে বাংলাদেশের হিমেল এয়ার সার্ভিস রিক্রুইটমেন্টের মাধ্যমে সৌদি আরবের দলিল আল-আলাম রিক্রুইটমেন্টের কাছে রিয়াদে গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য পাঠানো হয়। এনওসি আবেদনপত্রে আকলিমার আত্মহত্যাজনিত মৃত্যু গত ২৮ ডিসেম্বর হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ পর্যন্ত ২০ হাজার নারী গৃহকর্মী সৌদি আরবে পাঠানো হয়েছে। এর মধ্যে আড়াই হাজার দেশে ফেরত এসেছেন এবং আরো ৩০-৪০ নারীকর্মী ফেরত পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশে আকলিমার আত্মীয়ের যোগাযোগ নম্বর ০১৯২৫৮৩৮০০৪
১৩ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ