বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৭:৪৬:২৮

জাতিসংঘ ভবনের সামনে নির্মিত হতে যাচ্ছে একুশের ভাস্কর্য

জাতিসংঘ ভবনের সামনে নির্মিত হতে যাচ্ছে একুশের ভাস্কর্য

প্রবাস ডেস্ক: জাতিসংঘের সদর দফতরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাস্কর্য স্থাপনে আর কোনো বাধা রইল না। নিউইয়র্ক সিটির মেয়রের অনুমতির পর ভাস্কর্যটি নির্মানের স্থান নির্ধারণ হয়ে গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় সিটি মেয়র দফতরের কর্মকর্তা জেনিফার লেন্টাস জাস জাতিসংঘ সদর দফতরের সামনে ভাস্কর্য স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে দেন।

আগামী ১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমিতে নির্মিত একটি ভাস্কর্য এই প্রথমবারের মত জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্থাপন করা হচ্ছে। উত্তর আমেরিকায় বাঙালির একুশ উদযাপনের দীর্ঘ ইতিহাসে এই ভাস্কর্য স্থাপন একটি যুগান্তকারী ঘটনার সৃষ্টি করছে বলে মনে করা হচ্ছে। স্থান নির্ধারণকালে উপস্থিত ছিলেন বিম্বজিত সাহা, নিনি ওয়াহেদ, ওবায়দুল্লাহ মামুন, আব্দুর রহিম বাদশা ও নাজিম আহমেদ।

বিশ্বসভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় যেভাবে অমর একুশকে সম্মানিত করা হয়েছে তেমনিভাবে ভাষার মাসের প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত মাসব্যাপী ভাস্কর্যটি সবার জন্য উন্মুক্ত থাকবে ম্যানহাটানের ১ম এভিনিউ ও ৪৭ স্ট্রিটের কর্ণারে। পেছনে জাতিসংঘের সদর দপ্তর আর বিভিন্ন দেশের সারি সারি পতাকা আর তার সামনে থাকছে একুশের এই ভাস্কর্য।

আগামী ১ ফেব্রুয়ারি দুপুর ৩টায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে ভাস্কর্যটি উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ওয়াশিংটস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসান এনডিসিসহ আমেরিকার মূলধারার রাজনীতিবিদ, ইউনেস্কো, জাতিসংঘ এবং ইউএনডিপির কর্মকর্তা ও প্রতিনিধিদের।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে