বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০২২, ১২:১১:২৫

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে গোলা, যতজনের মৃত্যু

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে গোলা, যতজনের মৃত্যু

প্রবাস ডেস্ক : যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে গোলার আঘাত লেগেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং একজন প্রকৌশলী নিহত হয়েছেন।

বাংলাদেশের সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিপিং করপোরেশনের ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, জাহাজটিতে ফায়ার হয়েছে। আগুন নেভানো হয়েছে। 

নিহত প্রকৌশলী হাদিসুর রহমান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ওই জাহাজের থার্ড ইঞ্জিনয়ার। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর সুমন মাহমুদ সাব্বির বুধবার রাতে সংবাদমাধ্যমকে বলেন, “ওই জাহাজে একটা শেল হিট করেছে। সেটা ব্রিজেই বিস্ফোরিত হয়। সেখানে কর্মরত থাকা অবস্থায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন। জাহাজের বাকি ২৮ জন অক্ষত আছেন। আগুন নেভানো হয়েছে। তিনি জানান, জাহাজে খাবারসহ অন্যান্য রসদ পর্যাপ্ত রয়েছে এবং কোনো ঘাটতি নেই। এখন জাহাজের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে