শুক্রবার, ০৪ মার্চ, ২০২২, ০১:০৫:৩৮

ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন বাংলাদেশি তরুণ

ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন বাংলাদেশি তরুণ

প্রবাস ডেস্ক : ইউক্রেনের হয়ে রাশিয়ার বিপক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মোহাম্মদ তায়েব (১৮)। বর্তমানে তিনি ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষার্থী। তায়েবের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান আইয়ুবের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।

তায়েবের চাচা মোহাম্মদ রাসেল ইতালি প্রবাসী। তিনি গত জানুয়ারিতে দেশে এসেছেন। রাসেল বলেন, 'তার মা-বাবা এবং পরিবারের সদস্যদের অনুরোধও যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হতে পারেনি। যুদ্ধে বিজয়ী হয়ে মা-বাবার কাছে ফিরে আসার দৃঢ় প্রত্যয় জানিয়ে প্রথম দিনই সে ঘর ছেড়েছে।' 

রাসেল আরও জানান, যুদ্ধের মাধ্যমে তায়েবের পূর্বসূরিরা তাদের দেশ স্বাধীন করেছে। ইউক্রেনে মানবতার জন্য যুদ্ধ করে সে বাঙালি জাতির ধারাবাহিক চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তবে তায়েবের পরিবারের সদস্যরা যুদ্ধ-বিগ্রহে জড়িয়ে পড়া একটি দেশে অবস্থান করায় চিন্তিত হয়ে পড়েছেন বাংলাদেশে থাকা স্বজনেরা কিন্তু ভাতিজা তায়েবের যুদ্ধে যাওয়ায় গর্বিত বলে জানান রাসেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে