জামান সরকার, হেলসিংকি থেকে: মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ, এ বক্তব্য গণতন্ত্রের সহায়ক সুর নয়। মানুষের মৌলিক ও মানবাধিকারের শেষ চিহ্নটুকু বিলুপ্ত প্রায়। অবৈধ সরকার ন্যায্য গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে দমনের শেষ চেষ্টা হিসেবে আইন-শৃংখলা বাহিনী ও আদালতকে ব্যবহার করে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দেউলিয়াত্বকেই স্বীকার করে নিয়েছে। এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন হচ্ছে বিচার, আইন ও শাসন বিভাগে।
আজ রবিবার সকালে সুইডেনের রাজধানী স্টোকহোমে গণমাধ্যমের সাথে আলোচনা কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুইডেন শাখার প্রধান উপদেষ্টা ও প্রবাস বিএনপির জৈষ্ঠ নেতা মহিউদ্দিন আহমেদ জিন্টু এসব কথা বলেন।
পুলিশের পক্ষ থেকে ‘মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ’ বলে যে ঔদ্ধত্যপূর্ণ উক্তি করা হয়েছে তার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
জিন্টু বলেন, প্রধানমন্ত্রী ৫ জানুয়ারির প্রহসন নির্বাচনে দেশ নিয়ন্ত্রণে রেখেছিলেন আইন-শৃংখলা বাহিনী দিয়ে, তাই আজ সেই পুলিশ তর্জন-গর্জন করতে সাহস পাচ্ছে। আমাদের হারিয়ে যাওয়া অতীত গৌরবকে ফিরে পেতে চাই। ইনশাল্লা আমরা দেশ থেকে স্বৈরাচার বিতারিত করবো।’
এসময় মহিউদ্দিন আহমেদ জিন্টু বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনির বিদেহী আত্মার মাফফেরাত কামণা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস